West Bengal News Updates: 'সেনাকে অপমান করলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও', মেয়ো রোডে গিয়ে সুর চড়ালেন শুভেন্দু

West Bengal News Updates 1 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 1 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Violence over Waqf Act in Murshidabad Suvendu blames Tmc,মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, শুভেন্দু অধিকারী

News in Bengal Highlights গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata news Updates: এবার মেয়ো রোডে গিয়ে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 'সেনাকে অপমান করলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও', জাতীয় পতাকা হাতে বিক্ষোভ বিজেপি নেতাদের। বিকেলে সেনা তৃণমূলের মঞ্চ খুলে দেওয়ার পর সেখানে গিয়ে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisment

চাকরিহারা 'যোগ্য' শিক্ষকদের পাশে থাকার বার্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার 'যোগ্য' শিক্ষকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, "অযোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাক রাজ্য। যোগ্যদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না...তাতে তো আপত্তি নেই। বিধানসভায় একটি নির্দিষ্ট প্রস্তাব আনা হোক। আমি কথা দিচ্ছি, বিধানসভার অধ্যক্ষ, সরকারকে অনুরোধ করব, যাতে যোগ্যদের চাকরি বহাল রাখা যায়, সেই ব্যবস্থা করা হোক। বিধানসভায় বিষয়টি নিয়ে প্রস্তাব এলে আমরা সমর্থন করব। যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের বাঁচাতে রাজনীতির রং ভুলে শাসক ও বিরোধীরা যৌথভাবে এই ১৫ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাঁচাতে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে হোক। আমরা পরিষ্কারভাবে বলছি, যোগ্যতা চাকরিতে বহাল রাখা হোক। সুপ্রিম কোর্টে যাক রাজ্য সরকার। আমি একটা চিঠি লিখছি বিধানসভার অধ্যক্ষকে। যোগ্যদের চাকরি বাঁচাতে সরকারকে সমর্থন করব। মুখ্যসচিব মনোজ পন্থকেও আমি চিঠি পাঠাব। সর্বদলীয় প্রস্তাব আনুন স্পিকার। সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায়, আমরা পাশে আছি।"

অন্যদিকে, এসসিও মঞ্চ থেকে সন্ত্রাসবাস ইস্যুতে পাকিস্তানকে কটাক্ষ,  কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। চিন-রাশিয়াকে সাক্ষী রেখে এসসিও মঞ্চ থেকে পহেলগাঁও হামলার কথা উল্লেখ। আন্তর্জাতিক মঞ্চ থেকে পাকিস্তানকে কোণঠাসা প্রধানমন্ত্রীর। চিন ও রাশিয়ার উপস্থিতিতে এসসিও শীর্ষ সম্মেলনের মঞ্চ থেকেই পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (১ সেপ্টেম্বর) তিয়ানজিনে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “সন্ত্রাসবাদের প্রকাশ্য সমর্থন কোনওভাবেই মানা সম্ভব নয়"।

Advertisment

আরও পড়ুন- SSC new recruitment: নতুন করে SSC-এর পরীক্ষায় বসতে চেয়ে আর্জি, হাইকোর্টের দ্বারস্থ 'দাগি' শিক্ষকরা

আরও পড়ুন-SSC: 'আপনার পুলিশ আমাকে মেরে ফেলতে চাইছে, এসব কী করছেন?' মুখ্যমন্ত্রীকে তুলোধনা চাকরিহারা সুমন বিশ্বাসের

মোদী বলেন, "নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা ছাড়া কোনও দেশের উন্নয়ন সম্ভব নয়। কিন্তু সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থা এশিয়া তথা বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।" সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে পাকিস্তানকে তীব্র কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, "গত ২৪ বছরে এসসিও আঞ্চলিক সহযোগিতার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবার সংগঠিত অপরাধ, মাদক পাচার এবং সাইবার নিরাপত্তার মতো সমস্যার মোকাবিলায় চারটি নতুন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যা সদস্য দেশগুলির জন্য ইতিবাচক পদক্ষেপ।"

আরও পড়ুন-Earthquake:আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, ভূকম্পন অনুভূত দিল্লি-সহ উত্তর ভারতে

  • Sep 01, 2025 13:54 IST

    Kolkata News Live Updates:প্রথমবারের মত দেশে 'ডিজিটাল আদমসুমারি'!

    ডিজিটাল আদমসুমারির প্রস্তুতি! ১৪,৬১৮ কোটির বাজেট স্বরাষ্ট্রমন্ত্রকের। ২০২৭ সালেই হবে দেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৭ সালের আদমসুমারির জন্য ১৪,৬১৮ কোটি টাকার বাজেটের দাবি জানিয়েছে। এটি হতে চলেছে দেশের প্রথম ডিজিটাল আদমশুমারি। যেখানে ইলেকট্রনিক্সের মাধ্যমে জাতপাত সম্পর্কিত তথ্যও সংগ্রহ করা হবে। প্রক্রিয়াটি দুই ধাপে চলবে। প্রথম ধাপে গৃহের তালিকা তৈরির কাজ চলবে ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনসংখ্যা গণনা।

    বিস্তারিত পড়ুন- Exclusive: প্রথমবারের মত দেশে 'ডিজিটাল আদমসুমারি'! কবে থেকে শুরু? খরচই বা কত?



  • Sep 01, 2025 13:53 IST

    Kolkata News Live Updates:মুখ্যমন্ত্রীকে তুলোধনা চাকরিহারা সুমন বিশ্বাসের

    চাকরি ফেরতের দাবিতে আবারও পথে 'যোগ্য'রা। SSC-এর নতুন নিয়োগ পরীক্ষা পিছনো এবং তাঁদের চাকরিতে পুনর্বহলের দাবিতে পথে নেমেছেন 'যোগ্য'রা। অন্যদিকে চাকরিহারা 'যোগ্য' শিক্ষক সুমন বিশ্বাসের ওপর পুলিশ নির্যাতনের অভিযোগ। কোনওমতে ব্যান্ডেলের বাড়ি থেকে পালিয়ে তিনি কলকাতায় এসেছেন। করুণাময়ী মেট্রো স্টেশনেও পুলিশ এদিন তাঁকে আটকায় বলে অভিযোগ সুমন বিশ্বাসের। এমনকী পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগও তুলেছেন সুমন।

    বিস্তারিত পড়ুন- SSC: 'আপনার পুলিশ আমাকে মেরে ফেলতে চাইছে, এসব কী করছেন?' মুখ্যমন্ত্রীকে তুলোধনা চাকরিহারা সুমন বিশ্বাসের



  • Sep 01, 2025 10:54 IST

    Kolkata News Live Updates:ফের কমল রান্নার গ্যাসের দাম

    পুজোর আগে বড় সুখবর! ফের কমে গেল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দাম কমল রান্নার গ্যাস সিলিন্ডারের। রান্নার গ্যাসের নতুন এই দাম আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর। উৎসবের মরশুমের শুরুতেই হোটেল রেস্তোরাঁ ও ছোট ব্যবসায়ীদের জন্য বিরাট সুখবর। এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল সিলিন্ডার প্রতি ৫০ টাকা। তেল সংস্থাগুলি জানিয়েছে ১ সেপ্টেম্বর থেকেই বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫১ টাকা ৫০ পয়সা কমানো হয়েছে। কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৬৮৪ টাকা।

    বিস্তারিত পড়ুন- LPG cylinder price:পুজোর আগে বাম্পার সুখবর! ফের কমল রান্নার গ্যাসের দাম



  • Sep 01, 2025 10:27 IST

    Kolkata News Live Updates:অভূতপূর্ব সাফল্য বাংলার সাঁতারুদের!

    মুর্শিদাবদে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গতকাল ভোরে জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে ৮১ কিমি এবং জিয়াগঞ্জের সদর ঘাট থেকে ১৯ কিমির সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

    বিস্তারিত পড়ুন- swimming competition:বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা, অভূতপূর্ব সাফল্য বাংলার সাঁতারুদের! হ্যাটট্রিক জয় প্রত্যয়ের



  • Sep 01, 2025 10:25 IST

    Kolkata News Live Updates:আফগানিস্তানে ভূমিকম্প, কম্পন ভারতেও

    ভয়াবহ কম্পনে দুলে উঠল পৃথিবী! মৃত্যুমিছিলে হাহাকার... কেঁপে উঠল দিল্লিও। প্রবল আতঙ্কে ঘর ছাড়া মানুষজন। গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের বিস্তৃর্ণ অংশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। প্রথম ধাক্কা অনুভূত হয় রাত ১২টা ৪৭ মিনিটে। এরপর টানা একাধিকবার আফটারশক আঘাত হানে। ভূমিকম্পের প্রভাবে রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরের একাধিক ভবন কেঁপে ওঠে, আতঙ্কে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।  কম্পন অনুভূত হয় পাকিস্তান, ভারত, বিশেষ করে দিল্লি-এনসিআর, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশেও।

    বিস্তারিত পড়ুন- Earthquake: প্রবল কম্পনে দুলে উঠল পৃথিবী! মৃত্যুমিছিলে হাহাকার, বুকফাটা কান্না, ধ্বংসস্তূপ সরিয়ে চলছে চেনা মুখের সন্ধান



  • Sep 01, 2025 10:23 IST

    Kolkata News Live Updates:আরও কাছে ভারত-রাশিয়া-চিন!

    আমেরিকার শুল্ক আরোপের পর এই প্রথম ভারত-রাশিয়া-চিন একসঙ্গে। ইতিমধ্যে চিনা প্রেসিডেটের সঙ্গে গতকাল এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকে সীমান্ত সুরক্ষা, আন্তঃবাণিজ্য, দু'দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর বিষয়ে আলোচনা হয়।

    বিস্তারিত পড়ুন-SCO Summit 2025: ট্রাম্পের শুল্ক আরোপের মাঝে আরও কাছে ভারত-রাশিয়া-চিন!মোদীকে আলিঙ্গন পুতিনের



  • Sep 01, 2025 10:22 IST

    Kolkata News Live Updates:অভূতপূর্ব সাফল্য বাংলার সাঁতারুদের!

    মুর্শিদাবদে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গতকাল ভোরে জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে ৮১ কিমি এবং জিয়াগঞ্জের সদর ঘাট থেকে ১৯ কিমির সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

    বিস্তারিত পড়ুন- swimming competition:বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা, অভূতপূর্ব সাফল্য বাংলার সাঁতারুদের! হ্যাটট্রিক জয় প্রত্যয়ের



  • Sep 01, 2025 10:21 IST

    Kolkata News Live Updates:ঝড়-বৃষ্টি শুরুর সম্ভাবনা আজ থেকেই

    নিম্নচাপ যেন পিছু ছাড়ছে না! আবার নতুন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর আগামিকাল অর্থাৎ মঙ্গলবার ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওড়া বদলের সম্ভাবনা আজ থেকেই। আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট। 

    বিস্তারিত পড়ুন- Kolkata weather Today: মঙ্গলেই তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল, জেলায়-জেলায় ঝড়-বৃষ্টি শুরুর সম্ভাবনা আজ থেকেই



SIR OBC Bengali News Today