/indian-express-bangla/media/media_files/2025/06/17/h2e4k2its2P3kbIF7Dnw.jpg)
Khidirpur market fire: খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়েছে বলে দাবি।
Khidirpur market fire:গত রবিবার রাতে খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে যায়। ভয়াবহ আগুনে ওই বাজারের ১৩০০-এর বেশি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও বেশ কিছু দোকান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল খিদিরপুরে গিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। নতুন মার্কেট তৈরি দেওয়ার আশ্বাসের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে খিদিরপুর বাজারে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের নেপথ্যে বড়সড় ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা সেখানকার ব্যবসায়ীদেরই একাংশের।
রবিবার রাতে ভয়াবহ আগুনে জ্বলে-পুড়ে খাক হয়ে গিয়েছে খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেট। বছর চারেক আগে খিদিরপুরের এই এলাকা কলকাতা পুরসভার অধীনে আসে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বড়বাজারের পর এটাই কলকাতার সবচেয়ে 'বড় বাজার'। এই বাজারের এক একটি দোকান বহু পুরনো। কোনও কোনও দোকানের বয়স ১০০ পেরিয়ে গিয়েছে। বহু পুরনো এই বাজারে এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডের নেপথ্যে চক্রান্তের আশঙ্কা এলাকার ব্যবসায়ীদের একাংশের।
খিদিরপুরে এই মার্কেটে তিন তিনটি গোডাউন ছিল ব্যবসায়ী শুভম সিংয়ের। অগ্নিকাণ্ডে সেই গোডাউন পুড়ে ছাই হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদের পুরো দোকান পুড়ে গিয়েছে তাঁদের ১ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় যারপরনাই ক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শুভম সিং। অগ্নিকাণ্ডের নেপথ্যে চক্রান্তের আশঙ্কা করছেন তিনি।
তাঁর কথায়, "এখানে বডসড় চক্রান্ত হয়েছে। আমার একটি গোডাউনে ৪ কোটি টাকার মাল ছিল। আমার তিনটে গোডাউন আছে এখানে। ওরা বলছে ১ লক্ষ টাকা দেবে। ওই টাকা নিয়ে কী করব? আমাদের বিস্কুট, চানাচুর, চিপসের গোগাউন। এখানে খিদিরপুর মেট্রো স্টেশন করবে। অনেকদিন ধরেই খালি করতে বলছিল। ১ হাজারেরও বেশি দোকান পুড়ে গেছে। আমাদের পুরো ক্ষতিপূরণ দিতে হবে। যেখানে আমাদের দোকান ছিল ওখানেই দোকান চাই। মল তৈরি করবে এখানে, এটাই প্ল্যান।"
আরও পড়ুন- Donald Trump: 'বারবার বলেছি, ওদের হাতে পারমাণবিক অস্ত্র থাকাই উচিত নয়', ট্রাম্পের নিশানায় কারা?
উল্লেখ্য, গতকাল দুপুরে খিদিরপুরের ভস্মীভূত ওই বাজার পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি জানিয়েছিলেন, আগুনে যেসব দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে তাদের ক্ষতিপূরণ স্বরূপ ১ লক্ষ টাকা করে দেওয়া হবে। অগ্নিকাণ্ডে আংশিক ক্ষতিগ্রস্ত দোকানদারদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেবে রাজ্য সরকার। সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে নতুন করে মার্কেটটি তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত ওই এলাকার কাছেই আরও একটি জায়গায় অস্থায়ী মার্কেটে ব্যবসায়ীদের সরানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নতুন করে বাজার তৈরি হওয়ার পর যার যেখানে দোকান ছিল সে সেখানেই দোকান পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।