International Kolkata Book Fair 2025: আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (International Kolkata Book Fair) । ওই দিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে শনিবার বইমেলার যাবতীয় নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে সল্টলেক করুণাময়ী সংলগ্ন বইমেলা প্রাঙ্গণ একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হল। সেখানে মেলা আয়োজক সংস্থা, পাবলিশার্স এন্ড বুক সেলার গিল্ড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় ছিলেন বিধাননগর পুলিশ কমিশনারেট, দমকল সহ প্রশাসনিক একাধিক শীর্ষস্তরের কর্তারা।
বৈঠক শেষে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার জানান, বইমেলায় সিসি ক্যামেরা, পুলিশি নজরদারি সহ যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অন্যদিকে, দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, মজবুত অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকছে বইমেলা প্রাঙ্গণে। মেলা মাঠের স্টলের অলি-গলিতে আগুন লাগাজনিত বিপদ রুখতে ১২টি মোটরবাইকে কর্মী মোতায়েন থাকবেন। এছাড়াও অত্যাধুনিক প্রযুক্তির ফায়ার রোবট থেকে শুরু করে, দমকলের ইঞ্জিন রাখা থাকবে।
জানা গিয়েছে, এবারের কলকাতা বইমেলায় গতবারের মতোই হাজার খানেক স্টল থাকবে। ছোট-বড় ও মাঝারি প্রকাশকদের স্টলের পাশাপাশি এবং লিটল ম্যাগাজিনের টেবিল থাকবে মেলা প্রাঙ্গণে। বইমেলা প্রাঙ্গণে থাকা ৯টি গেটের প্রত্যেকটি দিয়ে মেলা প্রাঙ্গণে ঢোকা এবং বেরোনোর সুবিধা থাকবে। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম 'কান্ট্রি জার্মানি'। সেই কারণেই প্রখ্যাত জার্মান সাহিত্যিক গ্যোয়েটের নামে একটি গেটের নামকরণ করা হচ্ছে। অন্য আরও একটি গেটের নামকরণ করা হচ্ছে জার্মান ভাষাবিদ ম্যাক্সমুলারের নামে।
আরও পড়ুন- West Bengal News Live: ভারত-বাংলাদেশ সীমান্তে জোড়া বাঙ্কার! গোলাবারুদ থাকার আশঙ্কা BSF-এর
এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নারায়ণ সান্যাল, সলিল চৌধুরী থেকে শুরু করে ঋত্বিক ঘটক, তপন সিনহা, অরুন্ধতী দেবীর জন্মশতবর্ষ উদযাপন হবে বলে জানা গিয়েছে। এছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবর্ষ পূর্তি অনুষ্ঠানও উদযাপন করা হবে এবারের বইমেলা প্রাঙ্গণে।
আরও পড়ুন- Shootout at Nodakhali: অভিষেকের লোকসভা কেন্দ্রে তৃণমূল নেতাকে পরপর গুলি, বিস্ফোরক অভিযোগ আক্রান্তের দাদার