Tmc leader shot at diamond harbour nodakhali area: এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত নোদাখালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা। বাজার থেকে ফেরার সময় নোদাখালিতে তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে পরপর গুলি দুষ্কৃতীদের। তিন দুষ্কৃতী বাইকে চেপে এসে গুলি করে চম্পট দিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তৃণমূল নেতাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
ফের গুলিবিদ্ধ তৃণমূল নেতা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের নোদাখালি। শনিবার সকালে বাজার করে ফিরছিলেন তৃণমূল নেতা কৃষ্ণ মণ্ডল। তখনই খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায় বাইকে চেপে আসা তিন দুষ্কৃতী। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতিতে দ্রুত তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এর আগেও একবার গুলিবিদ্ধ হয়েছিলেন এই তৃণমূল নেতা। ২০২১ সালে তাঁকে গুলি করা হয়েছিল বলে জানা যায় তাঁর পরিবার সূত্রে। আক্রান্তের দাদার অভিযোগ, তৃণমূলেরই লোকজন তাঁর ভাইকে প্রাণে মারার চেষ্টা করছে। ওই তৃণমূল নেতা এলাকায় সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live: ভারত-বাংলাদেশ সীমান্তে জোড়া বাঙ্কার! গোলাবারুদ থাকার আশঙ্কা BSF-এর
এদিন আক্রান্তের দাদা সংবাদমাধ্যমকে বলেন, "আমি রাস্তায় ছিলাম। শুনলাম গুলি করেছে। এর আগেও ওকে গুলি করেছিল। পার্টির ছেলেরাই গুলি করেছে। এবারও সেই একই ব্যাপার। পার্টির লোকরাই বলল নিজেদের মধ্যে হয়ে গিয়েছে। ওকে দল থেকে সরিয়ে দিতে পারলে ওদের হয়তো ভালো হতে পারে। না হলে করবে কেন? " এদিকে এই শুটআউটের তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই কাণ্ডে বেশ কয়েকজনের নামও পুলিশের হাতে এসেছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন- Best Places to Visit Bengal in Winter: শীতের মিঠে রোদ গায়ে মেখে বেড়িয়ে পড়ুন, কলকাতার কাছেই 'সেরা' ৫ জায়গার হালহদিশ