Heatwave Red Alert In South Bengal: বাংলাজুড়ে অসহ্যকর গরম। যা আগামী কয়েকদিনে আরও তীব্র থেকে তীব্রতর হতে চলেছে! রবিবার দক্ষিণবঙ্গে অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতরের সতর্কবার্তায় উল্লেখ, আগামী বুধবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গর সব জেলাতেই। ছ’টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এই ছ'টি জেলা হল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম এবং পশ্চিম বর্ধমান।
আরও পড়ুন- Digha: পর্যটকদের জন্য বাম্পার সুখবর! দিঘায় এবার ফাটাফাটি মজা! আর ক’দিনেই চালু দুর্দান্ত পরিষেবা
কলকাতার সঙ্গেই তীব্র দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে।
কখন হয় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি?
কোনও এলাকার তাপমাত্রা সাধারণত স্বাভাবিকের থেকে সাড়ে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। স্বাভাবিকের থেকে সাড়ে চার ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকলে বলা হয় তীব্র তাপপ্রবাহ।
আরও পড়ুন- AC On Rent: সাধ থাকলেও সাধ্য নেই? জ্বালাপোড়া গরমে ভাবছেন এসি ভাড়া করবেন? জানুন সহজ পদ্ধতি
এখনও পর্যন্ত রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি পার করেছে। উষ্ণতার পারদ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিসের সতর্কবার্তা, দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা রবিবারের ৪৫ ডিগ্রি ছাড়াতে পারে।