Shaktigarh Shootout: আবারও শক্তিগড়ে শুটআউট! পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি

Youths opened fire on police: শক্তিগড়ে ফের শুটআউট। বছর দু'য়েক আগে এই শক্তিগড়েই কয়লা কারবারি রাজু ঝাকে গুলি করে খুন করা হয়েছিল। এবার পুলিশকে দেখেই গুলি গাড়িতে সওয়ার যুবকদের।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Shaktigarh Shootout Youths opened fire on police: শক্তিগড়ে শুটঈআউট, পুলিশকে লক্ষ্য করে গুলি

Shaktigarh Shootout: ফের শুটআউট শক্তিগড়ে।

Shaktigarh Shootout: ফের শুটআউট বাংলায়! আবারও গুলি চলল শক্তিগড়ে। গুলি চালিয়ে কয়লা কারবারি রাজু ঝা খুনের ঘটনার দু’বছরের মাথায় ফের গুলি চলল শক্তিগড়ে। পুলিশকে দেখে চারচাকা গাড়িতে চড়ে পালানোর সময় গুলি ছোড়ার অভিযোগ উঠেছে কয়েকজন যুবকের বিরুদ্ধে। এমনই এক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল শক্তিগড়ের হীরাগাছিতে। ঘটনার তদন্তে নেমে পুলিশ হন্যে হয়ে অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে। 

Advertisment

পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন, একটি গাড়িতে ছিল দুষ্কৃতীরা। গাড়ির নম্বর রাজস্থানের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে গুলি চালানোর বিষয়টি সন্দেহজনক। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছে। রাজু ঝা’কে খুনের ঘটনাটি ২০২৩ সালের ১ এপ্রিল ভর সন্ধ্যায় ঘটেছিল। জাতীয় সড়কে কলকাতামুখী রোডের ধারে শক্তিগড়ের একটি  ল্যাংচার দোকানের সামনে রোমহর্ষক সেই হত্যাকাণ্ড ঘটে। সাদা রঙের ফরচুনা গাড়িতে সওয়ার থাকা রাজু ঝা'কে লক্ষ্য করে একের পর এক গুলি চালিয়ে খুন করে অন্য একটি নীল রঙের গাড়িতে চেপে পালায় খুনিরা। তবে বুধবার শক্তিগড়ের হীরাগাছিতে যে ঘটনা ঘটেছে তা অবশ্য এমন নয়। ঘটনার প্রেক্ষাপট ভিন্ন। 

এলাকাবাসীদের কথা অনুযায়ী, বুধবার বেলায় হীরাগাছি গ্রামের একটি ভাড়া বাড়িতে হাজির হয় হিন্দিভাষী ৬ জন যুবক ।ওই যুবকদের দেখে সন্দেহ হওয়ায় সন্ধ্যায় স্থানীয়রা পুলিশে খবর দেন। এরই পাশাপাশি কোথা থেকে ওই যুবকরা এসেছে তা জানার জন্যেও তাঁরা খোঁজ নেওয়া শুরু করেন। এলাকাবাসীদের দাবি, ওই সময়েই চারচাকা গাড়িতে চেপে পালানোর চেষ্টা করে যুবকরা। কিন্তু হীরাগাছিতে রেলগেট পড়ে থাকায় তারা বেকায়দায় পড়ে যায়। রেলগেটের অপর পাড়ে পুলিশ দেখে যুবকরা গাড়ি ঘুরিয়ে নিয়ে রুদ্ধশ্বাসে পালাতে গিয়ে রাস্তার দারে থাকা একটি ট্রাক্টরে ধাক্কা মারে। তাতে কার্তিক ক্ষেত্রপাল নামে একজন জখম হন। স্থানীয় বাসিন্দা উষা হালদার, মনোহর মল্লিকদের দাবি, “ওই যুবকরা নিশ্চয় দুস্কৃতী। তাই পালানোর সময় তারা গাড়ি থেকে ২ থেকে ৩ রাউণ্ড শূন্যে গুলি ছোঁড়ে। পুলিশ তাঁদের ধরার জন্যে গাড়ি নিয়ে পাল্টা ধাওয়া করে।" 

আরও পড়ুন- West Bengal News Live:লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মমতা

Advertisment

হীরাগাছি গ্রামের বাসিন্দা বিনয় ভূষণ হালদার। তার ভাড়া বাড়িতে বুধবার দুপুর নাগাদ ৬ জন ঢোকে। হিন্দিভাষী ওই ভাড়াটিয়াদের দেখে পাড়া প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা ওই ভাড়াটিয়াদের নিয়ে বাড়ি মালিকের কাছে আপত্তিও জানান। ওদের ভাড়া দেওয়া যাবে না বলেও স্থানীয়রা বাড়ি মালিককে জানিয়ে দেন। 

আরও পড়ুন- Kolkata Weather Today: ম্যাজিকের মতো বদলাবে আবহাওয়া, একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সেই মতো বাড়ির মালিক ভাড়াটিয়াদের জানিয়ে দেয়, ঘর খালি করে দিতে হবে। এরই মধ্যে স্থানীয়রা পুলিশেও খবর দেয়। গ্রামে থাকা ভিলেজ পুলিশ এসে ভাড়াটিয়াদের কাছে পরিচয় পত্র দেখতে চায়। অভিযোগ, তখন হিন্দিভাষী ভাড়াটিয়ারা গড়িমসি শুরু করে। তারপর সুযোগ বুঝে তারা চারচাকা গাড়ি নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় এলাকাবাসীদের মনে যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে। বিনয় ভূষণ হালদার রাতে বলেন, "
আমার বাড়ি নয়, আমার ভাগ্নে সুমন রায়ের বাড়ি ভাড়া নিয়েছিল ওই হিন্দিভাষী যুবকরা।" 

Bengali News Today Purba Bardhaman Shaktigarh Shootout news in west bengal news of west bengal