Taslima Nasrin: 'কলকাতায় ফেরানো হোক তসলিমাকে', রাজ্যসভায় সোচ্চার সাংসদ

Taslima Nasrin: মৌলবাদীদের বিরুদ্ধে কলম ধরার জেরেই তাঁকে বাংলাদেশ ছাড়তে হয়। একটা সময় কলকাতাতে বেশ কিছু সময় কাটিয়েছিলেন তসলিমা নাসরিন।

Taslima Nasrin: মৌলবাদীদের বিরুদ্ধে কলম ধরার জেরেই তাঁকে বাংলাদেশ ছাড়তে হয়। একটা সময় কলকাতাতে বেশ কিছু সময় কাটিয়েছিলেন তসলিমা নাসরিন।

author-image
IE Bangla Web Desk
New Update
taslima nasrin

Taslima Nasrin: তসলিমা নাসরিন।

Shamik Bhattacharya demands Taslima Nasreen be returned to Kolkata: কলকাতায় তসলিমা নাসরিনকে (Taslima Nasrin) ফিরিয়ে আনার দাবি BJP-র রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের। রাজ্যসভায় তসলিমা নাসরিনকে বাংলায় ফিরিয়ে আনার দাবি জানিয়ে সোচ্চার হয়েছেন BJP সাংসদ। 

Advertisment

প্রখ্যাত সাহিত্যিক তসলিমা নাসরিন বর্তমানে দিল্লিতে রয়েছেন। আদতে বাংলাদেশের বাসিন্দা এই লেখক ওপার বাংলায় কট্টরবাদীদের বিরুদ্ধে কলম ধরার জন্য নির্বাসিত হয়েছিলেন। টানা কয়েক দশক ইউরোপ-আমেরিকায় কাটিয়ে ভারতে ফিরেছিলেন তসলিমা। এরাজ্যেও বেশ কয়েক বছর কাটিয়েছিলেন তিনি। তারপর কলকাতা থেকেও তাঁকে নির্বাসিত হতে হয়। বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি। 

এবার বাংলাদেশি সাহিত্যিক-লেখক তসলিমা নাসরিনকে আবারও কলকাতায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। রাজ্যসভায় তিনি বলেছেন, "শুধুমাত্র একটি বই লেখার কারণে এক মহিলাকে তাঁর দেশে থেকে চলে যেতে হল। বামেরা আন্তর্জাতিক নারী দিবসে নারীদের অধিকার নিয়ে তাঁরা কথা বলেছিলেন, কিন্তু তাঁরা তসলিমা নাসরিনকে নিয়ে একটি শব্দও খরচ করেননি। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান। বাংলায় সাহিত্য লিখতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় কথা বলতে চান। মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক। তসলিমার প্রত্যাবর্তন হোক।"

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: আরজি কর মামলা নিয়ে বড় খবর! নিহত চিকিৎসকের পরিবারের আবেদনকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট?

উল্লেখ্য, বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর দীর্ঘ সময় ইউরোপ ও আমেরিকায় কাটিয়েছেন তসলিমা। এরপর ২০০৪ সালে তিনি ভারতে আসেন। তারপর ২০০৮ সালে তাঁকে এদেশ থেকে নির্বাসিত করা হয়। এরপর কেন্দ্রীয় সরকার কর্তৃক অজ্ঞাতবাসে থাকার সুযোগ পান তিনি। জানা গিয়েছে, বর্তমানে দিল্লিতেই কোনও একটি জায়গায় থাকেন তসলিমা নাসরিন।

আরও পড়ুন- Suvendu-Mamata: 'ভোটব্যাঙ্ক গুছোতেই আজ ফুরফুরায় মমতা', বেনজির আক্রমণ শুভেন্দুর

Taslima Nasrin BJP MP Bengali News Today news in west bengal news of west bengal