Suvendu Adhikaris sarcastic attack on Mamata Banerjee: সোমবারই ফুরফুরা শরিফে (Furfura Sharif) যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর ফুরফুরা শরিফ যাওয়া নিয়ে বেনজির কটাক্ষ ছুঁড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।" 'ভোটব্যাঙ্ক গুছোতেই ফুরফুরা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' সোমবার দিল্লি রওনা দেওয়ার আগে বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
সোমবারই হুগলির ফুরফুরা শরিফের যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফুরফুরা শরিফের মুসাফিরখানায় ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সেই ইফতার পার্টিতেই যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ফুরফুরা শরিফে একটি বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। সেই বিশ্ববিদ্যালয় নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে ফুরফুরা শরিফের পীরজাদাদের।
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরিফ সফর নিয়ে এদিন কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দিল্লি রওনা দেওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী এদিন বলেন, "ভোটব্যাঙ্ক গুছোতে ফুরফুরায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি প্রতিবার বিধানসভা ভোটের আগে ফুরফুরায় যান। ২০১৬ সালেও গিয়ছিলেন। ৫ বছর ফুরফুরার কথা ভুলে গিয়েছিলেন, মুসলিমদের কথা ভুলে গিয়েছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। ২০২৬-এ ভোট আসছে, চাপে আছেন। যে হিন্দুরা তৃণমূলকে ভোট দেন তাঁরা আজ টিভিতে নজর রাখবেন। আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে।"
আরও পড়ুন- West Bengal News Live: আরজি কর মামলা নিয়ে বড় খবর! নিহত চিকিৎসকের পরিবারের আবেদনকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট?
এরই পাশাপাশি এদিন নওশাদ সিদ্দিকীকেও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। ভাঙড়ের আইএসএফ বিধায়ককে কটাক্ষ করে এদিন বিরোধী দলনেতা বলেন, "ও (নওশাদ সিদ্দিকী) যেদিন ডায়মন্ড হারবার ছেড়ে পালিয়েছে, সেদিনই বাংলার মানুষ বুঝে গেছে ও তৃণমূলের বি টিম। ওকে ভোটের দিনও মাঠে থাকতে হবে। হাড়োয়ার উপনির্বাচনেও মাঠে ছিল না। আমি মাঠে ছিলাম, তাই মমতা ব্যানার্জি হেরেছে।"
আরও পড়ুন- Kolkata News: ট্রেন থামতেই শিয়ালদহ স্টেশনে দুরন্ত অ্যাকশনে STF, হাতেনাতে পাকড়াও...