/indian-express-bangla/media/media_files/2025/07/02/shamik-bhattacharya-2025-07-02-15-43-19.jpg)
Shamik Bhattacharya: শমীক ভট্টাচার্য।
সবকিছু ঠিকঠাক চললে আর কয়েক ঘণ্টার মধ্যেই BJP-র পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে চলেছে। পরবর্তী বঙ্গ বিজেপি সভাপতির দৌড়ে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন দলের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এখনও পর্যন্ত এই ব্যাপারে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট ঘোষণা না করলেও পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে দলের সাংসদের নামই চূড়ান্ত হতে চলেছে বলে সূত্রের খবর।
সল্টলেকে বিজেপির দফতরে গিয়ে সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের অন্য নেতারা।
মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেছেন, "BJP সংঘবদ্ধ ভাবে লড়াই করবে। পরাজয় নিশ্চিত জেনেও অনেকে ঘাম-রক্ত ঝরিয়েছেন তাঁরাও থাকবেন, যারা নতুন এসেছেন সক্রিয়ভাবে বিজেপিটা করছেন তারাও দলে থাকবেন। ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বিজেপি। পুরনোদের বুঝতে হবে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় সংগঠনে। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না। ফলে দলে নতুন পুরনো এসব বিতর্ক কিছু থাকবে না।"
আরও পড়ুন- Panskura:'আরজি কর কাণ্ড ঘটিয়ে দেব', পাঁশকুড়ায় চিপস-চুরির অপবাদে আত্মঘাতী কিশোরের মাকে হুমকি
এদিন সুকান্ত মজুমদার বলেন, "বিজেপির সভাপতি যেমন প্রয়োজন তেমনই হবে, কিছুক্ষণের মধ্যেই নাম জানা যাবে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যা নির্দেশ আসবে সেটা দেখতে হবে। আমরা সহমতের ভিত্তিতেই দল চালাই। একটি নাম হবে বলে আমাদের বিশ্বাস। দল যাকে ঠিক করবে তিনি মনোনয়ন জমা দেবেন বাকি কেউ দেবেন না।"