Shamik Bhattacharya:'বিভিন্ন জায়গা থেকে সংগঠনে লোক আসেন, কুমোরটুলি থেকে অর্ডারে নয়', ইঙ্গিতপূর্ণ বার্তা শমীকের

BJP West Bengal leadership change: সল্টলেকে বিজেপি দফতরে দলের রাজ্য সভাপতি পদে মনোনয় জমা দিয়েছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা।

BJP West Bengal leadership change: সল্টলেকে বিজেপি দফতরে দলের রাজ্য সভাপতি পদে মনোনয় জমা দিয়েছেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Shamik Bhattacharya

Shamik Bhattacharya: শমীক ভট্টাচার্য।

সবকিছু ঠিকঠাক চললে আর কয়েক ঘণ্টার মধ্যেই BJP-র পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে চলেছে। পরবর্তী বঙ্গ বিজেপি সভাপতির দৌড়ে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন দলের রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এখনও পর্যন্ত এই ব্যাপারে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট ঘোষণা না করলেও পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি হিসেবে দলের সাংসদের নামই চূড়ান্ত হতে চলেছে বলে সূত্রের খবর।

Advertisment

সল্টলেকে বিজেপির দফতরে গিয়ে সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর সঙ্গে ছিলেন বর্তমান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলের অন্য নেতারা। 

মনোনয়ন জমা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শমীক ভট্টাচার্য বলেছেন, "BJP সংঘবদ্ধ ভাবে লড়াই করবে। পরাজয় নিশ্চিত জেনেও অনেকে ঘাম-রক্ত ঝরিয়েছেন তাঁরাও থাকবেন, যারা নতুন এসেছেন সক্রিয়ভাবে বিজেপিটা করছেন তারাও দলে থাকবেন। ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বিজেপি। পুরনোদের বুঝতে হবে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় সংগঠনে। কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না। ফলে দলে নতুন পুরনো এসব বিতর্ক কিছু থাকবে না।"

আরও পড়ুন- Panskura:'আরজি কর কাণ্ড ঘটিয়ে দেব', পাঁশকুড়ায় চিপস-চুরির অপবাদে আত্মঘাতী কিশোরের মাকে হুমকি

Advertisment

এদিন সুকান্ত মজুমদার বলেন, "বিজেপির সভাপতি যেমন প্রয়োজন তেমনই হবে, কিছুক্ষণের মধ্যেই নাম জানা যাবে। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যা নির্দেশ আসবে সেটা দেখতে হবে। আমরা সহমতের ভিত্তিতেই দল চালাই। একটি নাম হবে বলে আমাদের বিশ্বাস। দল যাকে ঠিক করবে তিনি মনোনয়ন জমা দেবেন বাকি কেউ দেবেন না।"

আরও পড়ুন- West Bengal News Live Updates: কসবা থানার হাত থেকে সরানো হল তদন্তভার, কলকাতা গণধর্ষণ ঘটনায় চাঞ্চল্যকর মোড়

Bengal BJP Bengali News Today Shamik Bhattacharya