/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Sheikh-Shahjahan-Arrested-Bhabani-Bhavan-CID.jpg)
Sandeshkhali Row: ধৃত সন্দেশখালির শেখ শাহজাহান।
TMC leader Sheikh Shahjahan Arrested: ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হতেই বসিরহাট মহকুমা থেকে সন্দেশখালির শাহজাহানকে রীত্মত কনভয় করে রওনা দেয় পুলিশ। কোথায় নিয়ে যাওয়া হবে ধৃত তৃণমূল নেতাকে? জল্পনা চড়ছিল। এসবের মধ্যেই বসিরহাট রেলগেট থেকে সংবাদ মাধ্যমকে এড়িয়ে এগিয়ে যায় শাহজাহানকে নিয়ে চলা তিনটিই এসইউভির কনভয়। তিনটি গাড়িতেই ছিল পুলিশ স্টিকার সাঁটা। এর মধ্যে নীল বাতির একটি সাদা গাড়ির মাঝে বসানো হয়েছিল সন্দেশখালির 'ত্রাস'কে। কিথুক্ষণ পর দেখা যায়, বসিরহাট থেকে বেরিয়ে বাসন্তী হাইওয়ে হয়ে ঘটকপুকুর, ভোজেরহাট পেরিয়ে সায়েন্স সিটিতে এল শাহজাহানের কনভয়। এরপর কলকাতায় হয়ে তা পৌঁছায় ভবানী ভবনে।
এই যাত্রা পথ তৈরি হয়েছিল পরিকল্পনা করেই। গোটা রাস্তা কার্যত যানবাহন শূন্য ছিল। রীতিমত গ্রিন করিডর!কোথাও কোনও উত্তেজনা ছিল না। নির্বিঘ্নেই শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে পৌঁছয় রাজ্য পুলিশ।
আরও পড়ুন-Sandeshkhali Row: গারদে ‘বাঘ’ শাহজাহান, অকাল হোলি সন্দেশখালিতে, একে অপরকে মিষ্টিমুখ মহিলাদের
পুলিশ সূত্রে খবর, আগামী ১০ দিন শেখ শাহজাহানকে ভবানী ভবনেই রাখা হবে। সেখানেই তাঁকে দফায় দফায় জেরা করবেন রাজ্যপুলিশের আধিকারিকরা।
শাহজাহানের বিরুদ্ধে জনরোষ এখনও তুঙ্গে। এই পরিস্থিতি সন্দেশখালি থানার লকআপ বা সংলগ্ন কোনও থানার জেলে নয়, শাহজাহানের নিরাপত্তার খাতিরে ও উত্তেজনা প্রশমনে শেখ শাহজাহানকে ভবানী ভবনের নিরাপদ আশ্রয়ে সন্দেশখালির 'ত্রাস'কে রাখতে মরিয়া পুলিশ।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্দেশখালির তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। এরপরই এদিন বসিরহাট আদালত থেকে সরাসরি ধৃত তৃণমূল নেতাকে ভবানী ভবনে নিয়ে আসা হয়।