Advertisment

Sheikh Shahjahan Arrested: সন্দেশখালির 'ত্রাস', তৃণমূলের দাপুটে নেতা! গ্রিন করিডর করে শাহজাহান ভবানী ভবনে, তদন্তে CID

Sandeshkhali Case: শাহজাহানের বিরুদ্ধে জনরোষ এখনও তুঙ্গে। এই পরিস্থিতি সন্দেশখালি থানার লকআপ বা সংলগ্ন কোনও থানার জেলে নয়, শাহজাহানের নিরাপত্তার খাতিরে ও উত্তেজনা প্রশমনে শেখ শাহজাহানকে ভবানী ভবনের নিরাপদ আশ্রয়ে সন্দেশখালির 'ত্রাস'কে রাখতে মরিয়া পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Sheikh Shahjahan Arrested Bhabani Bhavan CID , শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলার তদন্তভার নিল সিআইডি, Eve un Yyevr Yyvs

Sandeshkhali Row: ধৃত সন্দেশখালির শেখ শাহজাহান।

TMC leader Sheikh Shahjahan Arrested: ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হতেই বসিরহাট মহকুমা থেকে সন্দেশখালির শাহজাহানকে রীত্মত কনভয় করে রওনা দেয় পুলিশ। কোথায় নিয়ে যাওয়া হবে ধৃত তৃণমূল নেতাকে? জল্পনা চড়ছিল। এসবের মধ্যেই বসিরহাট রেলগেট থেকে সংবাদ মাধ্যমকে এড়িয়ে এগিয়ে যায় শাহজাহানকে নিয়ে চলা তিনটিই এসইউভির কনভয়। তিনটি গাড়িতেই ছিল পুলিশ স্টিকার সাঁটা। এর মধ্যে নীল বাতির একটি সাদা গাড়ির মাঝে বসানো হয়েছিল সন্দেশখালির 'ত্রাস'কে। কিথুক্ষণ পর দেখা যায়, বসিরহাট থেকে বেরিয়ে বাসন্তী হাইওয়ে হয়ে ঘটকপুকুর, ভোজেরহাট পেরিয়ে সায়েন্স সিটিতে এল শাহজাহানের কনভয়। এরপর কলকাতায় হয়ে তা পৌঁছায় ভবানী ভবনে।

Advertisment

এই যাত্রা পথ তৈরি হয়েছিল পরিকল্পনা করেই। গোটা রাস্তা কার্যত যানবাহন শূন্য ছিল। রীতিমত গ্রিন করিডর!কোথাও কোনও উত্তেজনা ছিল না। নির্বিঘ্নেই শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে পৌঁছয় রাজ্য পুলিশ।

আরও পড়ুন- Sandeshkhali Row: গারদে ‘বাঘ’ শাহজাহান, অকাল হোলি সন্দেশখালিতে, একে অপরকে মিষ্টিমুখ মহিলাদের

পুলিশ সূত্রে খবর, আগামী ১০ দিন শেখ শাহজাহানকে ভবানী ভবনেই রাখা হবে। সেখানেই তাঁকে দফায় দফায় জেরা করবেন রাজ্যপুলিশের আধিকারিকরা।

শাহজাহানের বিরুদ্ধে জনরোষ এখনও তুঙ্গে। এই পরিস্থিতি সন্দেশখালি থানার লকআপ বা সংলগ্ন কোনও থানার জেলে নয়, শাহজাহানের নিরাপত্তার খাতিরে ও উত্তেজনা প্রশমনে শেখ শাহজাহানকে ভবানী ভবনের নিরাপদ আশ্রয়ে সন্দেশখালির 'ত্রাস'কে রাখতে মরিয়া পুলিশ।

আরও পড়ুন- Sheikh Shahjahan Arrested: গ্রেফতারের পর সাঁড়াশি প্যাঁচে শেখ শাহজাহান! মারাত্মক সব অভিযোগ, খোলসা করলেন আইনজীবী

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্দেশখালির তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। এরপরই এদিন বসিরহাট আদালত থেকে সরাসরি ধৃত তৃণমূল নেতাকে ভবানী ভবনে নিয়ে আসা হয়।

আরও পড়ুন- Sheikh Shahjahan Arrested: চোখে-মুখে উদ্বেগের লেশমাত্র নেই, ‘বাদশা’র মেজাজেই কোর্ট থেকে বেরোলেন শাহজাহান

CID West Bengal Police Sandeshkhali sheikh shahjahan tmc Sheikh Shahjahan Arrested
Advertisment