/indian-express-bangla/media/media_files/2025/09/05/teachers-day-2025-09-05-09-05-47.jpg)
Teacher's Day 2025: শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন।
Teacher's Day 2025: রাজ্যের ৭৩ জন শিক্ষককে 'শিক্ষারত্ন' পুরস্কার দেওয়া হল। এছাড়াও সেরার সেরা তালিকায় বেছে নেওয়া ১২টি স্কুলকেও শিক্ষা এবং খেলাধুলায় মানোন্নয়নের জন্য বিশেষ পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে শিক্ষক দিবস উপলক্ষে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার।
এবার শিক্ষক দিবসেও এগিয়ে রামকৃষ্ণ মিশন। রাজ্যের ৭৩ জন শিক্ষককে এবার 'শিক্ষারত্ন' পুরস্কার দেওয়া হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা এবং সম্মান জানিয়ে জানিয়েছেন, সেরা স্কুল গুলির মধ্যে এবারও রামকৃষ্ণ মিশনই বেশিরভাগ স্থানগুলি দখল করেছে। তবে জেলাগুলি থেকে অন্যান্য স্কুলগুলো এগিয়ে এসেছে।
আরও পড়ুন- Kolkata Weather Today: পুজোর মুখেও আবহাওয়া নিয়ে স্বস্তির খবর নেই! আজও ভারী বৃষ্টির পূর্বাভাস
গতকাল যে ৭৩ জন স্কুল শিক্ষককে 'শিক্ষারত্ন' পুরস্কার দেয়া হয়েছে তাঁদের মধ্যে ৩৯ জন স্কুলের শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। এছাড়াও ২১ জন রয়েছেন কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। 'শিক্ষারত্ন' পুরস্কার পাওয়া বাকি ১৩ জন হলেন ভোকেশনাল এবং অন্যান্য আইআইটি বিষয়ক শিক্ষক। গতকাল ধনধান্য স্টেডিয়াম থেকে এই ৭৩ জন শিক্ষককে 'শিক্ষারত্ন' পুরস্কার দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/09/05/pl-2025-09-05-09-22-59.jpg)
আরও পড়ুন- Kolkata Metro:যাত্রী স্বার্থে অনবদ্য উদ্যোগ কলকাতা মেট্রোর, অভূতপূর্ব তৎপরতায় বিপুল সাড়া!
শিক্ষকদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি গতকাল ধনধান্য স্টেডিয়ামের ওই অনুষ্ঠান থেকে রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা সহ বিভিন্ন বোর্ডের পরীক্ষা এবং জয়েন্ট এন্ট্রান্সে প্রথম হওয়া ১৯ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে ল্যাপটপ, ট্যাব, জেমস অফ বেঙ্গল নামে একটি বই। এছাড়াও দেওয়া হয়েছে আরও নানা পুরস্কার।