/indian-express-bangla/media/media_files/2025/06/16/GbjSnDhXCrxXXib6iBhY.jpg)
Kaliachak shootout: হাসপাতালে গুলিবিদ্ধ যুবকের আত্মীয়রা।
মালদার কালিয়াচকে ফের শুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। গতকাল রাতে কালিয়াচক থানার মোজামপুর এলাকার দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সেই সময় টোটো চালিয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয় এক যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম আমির শেখ (২৯)। তাঁর বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পীরপাড়া এলাকায়। গতরাতে টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক। সেই সময় মোজামপুর স্ট্যান্ডের কাছে দুটি দুষ্কৃতী দলের মধ্যেই ব্যাপক সংঘর্ষ ও বোমাবাজি হচ্ছিল। আর তার মাঝে পড়ে যান ওই টোটো চালক।
দুষ্কৃতীদের ছোঁড়া গুলি ওই যুবকের বুকের ডান দিকে উপরে গিয়ে লাগে। এই ঘটনার পর ওই এলাকায় পৌঁছায় কালিয়াচক থানার পুলিশ । পরে স্থানীয়দের সাহায্য নিয়েই গুলিবিদ্ধ যুবককে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করে পুলিশ।
আহত যুবকের বাবা নজরুল শেখ জানিয়েছেন, কালিয়াচক বাজারে আম ডেলিভারি করতে গিয়েছিল তার ছেলে আমির । গতরাতে সে বাড়ি ফিরছিল। মোজামপুর স্ট্যান্ডের কাছেই দুষ্কৃতীদের দুটি গোষ্ঠীর মধ্যেই বোমাবাজি হচ্ছিল। তখনই আচমকায় গুলিবিদ্ধ হয় ছেলে আমির।
তিনি বলেন, "গুলিবিদ্ধ অবস্থায় ছেলে আমাদের মোবাইল থেকে ফোন করে। এরপরে আমরা ঘটনাস্থলে যাই। ততক্ষণে পুলিশও চলে আসে। অন্ধকারের মধ্যে কাউকে চেনা যায়নি।" এদিকে এই হামলার বিষয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে কালিয়াচক থানার পুলিশ।