Bhatpara Shootout: ঘরে অনুগামীদের সঙ্গে কথা অর্জুনের, বাইরে পরপর গুলি, এলোপাথাড়ি বোমা

Bhatpara Shootout: ফের উত্তপ্ত ব্যারাকপুরের ভাটপাড়া। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু। একে অপরকে দায়ী করছে বিজেপি-তৃণমূল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Bhatpara Shootout: ফের উত্তপ্ত ব্যারাকপুরের ভাটপাড়া। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু। একে অপরকে দায়ী করছে বিজেপি-তৃণমূল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
wb cid trying to kill him by using poision claims arjun singh: বিষ স্প্রে করে খুনের আশঙ্কা অর্জুন সিংয়ের

BJP Leader Arjun Singh: বিজেপি নেতা অর্জুন সিং।

Shootout in front of Arjun Singh's house in Bhatpara: আবারও দুষ্কৃতীদের দৌরাত্ম্য ভাটপাড়ায়। বুধবার রাতে ভাটপাড়ায় BJP নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চলে বলে অভিযোগ। ঘটনার পরই রাস্তায় বেরিয়ে দুষ্কৃতীদের ধাওয়া করেন অর্জুন। তবে ততক্ষনে এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

Advertisment

ফের উত্তপ্ত ব্যারাকপুরের ভাটপাড়া। ফের অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চলার অভিযোগ। বিজেপি নেতা তাঁর বাড়ির সামনে এই দুষ্কৃতী তাণ্ডবের পিছনে পিছনে তৃণমূলের 'হাত' দেখছেন। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ছেলে এই কাণ্ডে জড়িত বলে অর্জুন সিংয়ের অভিযোগ। পুলিশের সামনেই বোমাবাজি ও গুলি চলেছে বলে দাবি বিজেপি নেতার।

তবে অর্জুন সিংয়ের এই দাবি সরাসরি নাকচ করেছে তৃণমূল নেতৃত্ব। জগদ্দলের তৃণমূল বিধায়ক তথা অর্জুন তৃণমূলে থাকাকালীনও তাঁর বরাবরের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত সোমনাথ শ্যাম গোটা ঘটনার দায় ঠেলেছেন অর্জুনের কাঁধেই। অর্জুন সিংয়ের মদতেই গুলি-বোমা চলেছে বলে দাবি সোমনাথ শ্যামের।

আরও পড়ুন- West Bengal News Live:আজ অক্সফোর্ডে ভাষণ মমতার, উঠতে পারে আরজি কর প্রসঙ্গও

Advertisment

জানা গিয়েছে, বুধবার রাতে মেঘনা মিলে শ্রমিকদের মধ্যে অশান্তি হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তেজনার পারদ চড়তে থাকে। অর্জুন সিং জানান, বুধবার রাত প্রায় সাড়ে দশটা নাগাদ তিনি তাঁর বাড়ির বাইরে গুলির আওয়াজ পান। এরপর বাড়ির বাইরে বেরিয়ে মেঘনা মোড়ের কাছে যান অর্জুন সিং। সেখানেই তাঁদের লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ তাঁর। গতরাতে প্রায় পাঁচ থেকে সাত রাউন্ড গুলি চলেছে বলে দাবি করেছেন অর্জুন সিং।

আরও পড়ুন- Kolkata Weather Today: সপ্তাহান্তে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা?

এদিকে, গতরাতে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে অর্জুন সিংয়ের বাড়ির কাছের ওই এলাকায়। বিশাল পুলিশ বাহিনী এমনকী Raf নামানো হয়। এই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। গতরাতেই গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ওই যুবকের শারীরিক পরিস্থিতির অবনতিতে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গতরাত থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। বৃহস্পতিবার সকালেও থমথমে রয়েছে এলাকার পরিস্থিতি।

Bengali News Today news in west bengal news of west bengal Shootout Bhatpara Arjun Singh