IMD Weather Update Today March 27: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই চলতি সপ্তাহের প্রথম থেকেই চড়তে শুরু করেছে পারদ। ক্রমশই বাড়ছে গরমের অনুভূতি। মার্চ মাসের শেষের ক'দিন শহর থেকে জেলা সর্বত্র তাপমাত্রার পারদ আরও চড়বে। তবে এরই মাঝে রাজ্যের কয়েকটি জেলার ক্ষেত্রে বৃষ্টি নিয়ে বড়সড় স্বস্তির খবর মিলেছে। এই ব্যাপারে বিশদে কী জানাচ্ছে আবহাওয়া দফতর? এসব জেনে নিন আজকের ওয়েদার আপডেটে (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত সপ্তাহে দিন কয়েকের ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রা নেমে গিয়েছিল কিছুটা। সকাল ও সন্ধ্যের দিকে রীতিমতো শীতের শিরশিরানি ফিরেছিল। তবে চলতি সপ্তাহের শুরু থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। আগামী চার-পাঁচদিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মার্চের শেষ সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছে পৌঁছে যেতে পারে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও উর্ধ্বমুখী পারদ। বেলা বাড়লে সূর্যের তেজ বাড়ছে। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা শহরের তাপমাত্রাও চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। তিলোত্তমা মহানগরীতে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন- Fake IT Raid Kolkata: 'নকল আয়কর' অভিযানে আসল কেন্দ্রীয় বাহিনী, খাস কলকাতায় রোমহর্ষক জালিয়াতির পর্দা ফাঁস
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পরিস্থিতি কিন্তু ভিন্ন। আজ উত্তরবঙ্গে পার্বত্য জেলা দার্জিলিঙের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল এবং পরশু উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী রবিবারেও দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- West Bengal News highlights: একশো মুসলিম পরিবারের মধ্যে ৫০ হিন্দু পরিবার আদৌ সুরক্ষিত? যোগীর প্রশ্নে তুমুল বিতর্ক