should take appropriate measures, says Anubrata Mondal regarding attack on police at siuri: এবার পুলিশের উপর হামলা নিয়ে দলেরই একাংশকে তুলোধনা বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। মঙ্গলবার সিউড়িতে প্রকাশ্যে থানার IC-র কলার ধরে টানতে দেখা যায় এক যুবককে। অন্য পুলিশকর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের অভিযোগও উঠেছে। তবে পুলিশের উপর হামলার বিষয়টি কানে যেতেই যারপরনাই ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সংবাদমাধ্যমকে এব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে দলের একাংশের কর্মীদের প্রতি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে এই ইস্যুতে পুলিশকে আরও কঠোর হাতে পরিস্থিতি মোকাবিলার আবেদন জানিয়েছেন তিনি।
একটা সময় পুলিশকে প্রকাশ্যে হুমকি দিতে দেখা গিয়েছে তাঁকে। তখন তিনি বীরভূমের ডাকসাইটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সেদিনও তিনি ছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি। আজও তিনি সেই একই পদে রয়েছেন। তবে এর মাঝে গঙ্গা-পদ্মা দিয়ে বয়ে গেছে অনেক জল। গরু পাচার মামলায় আড়াই বছর জেলে কাটিয়ে ফিরেছেন তিনি।
আড়াই বছর জেলায় না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অত্যন্ত স্নেহভাজন কেষ্টকে পদ থেকে সরাননি। অনুব্রত মণ্ডল আজও বীরভূম জেলা তৃণমূলের সভাপতি পদেই রয়ে গিয়েছেন। তবে আজকের কেষ্ট আর আড়াই বছর আগের কেষ্ট-য় বিস্তর 'ফারাক' তৈরি হয়েছে বলেই মনে করছেন কেউ কেউ। মঙ্গলবার সিউড়ির মল্লিকপুর পঞ্চায়েতের মিনিস্ট্রিল গ্রামে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে। থানার আইসি-র কলার ধরে টানতে শুরু করে এক যুবক। দুই দুষ্কৃতীকে আটক করতে গিয়ে রীতিমতো জনরোষের মুখে পড়ে পুলিশ। পুলিশের উপর এই হামলা নিয়ে এবার সোচ্চার হয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
আরও পড়ুন- Birbhum News: ফের রাজ্যে আক্রান্ত পুলিশ, দুষ্কৃতী ধরতে গেলে মারধর পুলিশকে, IC-র কলার ধরে টান
পুলিশের উপর হামলা নিয়ে কী বলেছেন অনুব্রত মণ্ডল?
"আমি একটাই কথা বলি। ছাড়ার কোনও ব্যাপার নেই। পুলিশ কোনও দল-রং দেখবে না। সব অস্ত্র উদ্ধার করবে, গ্রেপ্তার করবে। পুলিশকে ফুল সাপোর্ট আছে। অস্ত্র নিয়ে কারা দাপাদাপি করেছে তাদের চিনি না। আমি তো আড়াই বছর ছিলাম না। তবে তারা যেই হোক, যদি তৃণমূলও হয়, যেন পুলিশ না ছাড়ে। পুলিশ কাউকে ছাড়বে না। সে যে লাটসাহেবই হোক।" এরই পাশাপাশি পুলিশের জামার কলার ধরে টানা প্রসঙ্গে তিনি বলেন, "পুলিশ মেরে হাত ভেঙে দেবে, আবার কী করবে। তার জন্য আইন আছে। ছাড়বে কেন পুলিশ? পুলিশের ছেড়ে দেওয়া উচিত নয়।"
আরও পড়ুন- West Bengal News Live: সুপ্রিম কোর্টে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি, বিকাশের সওয়ালে অখুশি SFI