/indian-express-bangla/media/media_files/2025/02/22/j6s5V8UxbtVb8V6KgclY.jpg)
Hooghly News: প্রজেক্টরের মাধ্যমে ভাষা দিবসের তাৎপর্য্য বর্ণনা সরকারি স্কুলে।
সরকারি স্কুলে এ এক অভিনব কর্মযজ্ঞ! স্কুল কর্তৃপক্ষের এমন তৎপরতায় দারুণ খুশি কচিকাঁচারা। এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হুগলির একটি সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য এমন ব্যতিক্রমী তৎপরতা নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। প্রজেক্টর আনা হয়েছিল স্কুলে। সেই প্রজেক্টরের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব বোঝানো হল কচিকাঁচাদের।
স্কুলের ক্লাসঘরে বিশাল জায়ান্ট স্ক্রিন। সেখানে প্রজেক্টর মেশিনের সাহায্যে ভাষা আন্দোলনের ভিজ্যুয়াল দেখানো হচ্ছে। দর্শক একদল খুদে পড়ুয়া। তারা রীতিমতো আগ্রহ সহকারে সেই ভিডিও দেখল। গতকাল দুপুরে এই দৃশ্যই দেখা গেল হুগলি জেলার খানাকুল ব্লকের একটি প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়ে। ভাষা দিবসের তাৎপর্য কী? ভাষা দিবসের তৎপরতা যাতে খুদে পড়ুয়াদের মনে গেঁথে যায় তার জন্যই ক্লাসে প্রজেক্টর মেশিনের মাধ্যমে ভাষা আন্দোলনের ওপর করা বিভিন্ন তথ্যচিত্র দেখানো হয়েছে। খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের এই তৎপরতায় স্বভাবতই উচ্ছ্বসিত অভিভাবকরাও।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়ের উদ্যোগেই এমন অভিনব কর্মযজ্ঞের আয়েজান করা হয়েছিল স্কুলে। খানাকুলের একটি প্রান্তিক গ্রাম মাজপুর। সেখানকার প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ এলাকায় যথেষ্ঠ প্রশংসিত হয়েছে। গত বছর জুলাই মাসে নিজের মেয়ের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ে ল্যাপটপ ও প্রজেক্টর মেশিন উপহার দিয়েছিলেন প্রধান শিক্ষক। এবার তিনি নিজে উদ্যোগ নিয়ে প্রায় ১৫০ খুদে ছাত্র-ছাত্রীকে ভাষা দিবসের তাৎপর্য বোঝালেন।
আরও পড়ুন- West Bengal News Live:বাংলাদেশ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচারের চেষ্টা, BSF-এর জালে ১
এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় বলেন, "এই বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ১৬০ জন ছাত্র ছাত্রী আছে। এরা বয়সে অত্যন্ত ছোট। তাই মুখে বোঝানোর থেকে যদি সিনেমার মতো দেখানো হয় তাহলে বিষয় গুলো মাথায় গেঁথে যায়। সেকথা মাথায় রেখেই আমার এই স্মার্ট ক্লাস। শুধু আজ নয়, এবার থেকে প্রতিটা দিবসের তাৎপর্য্য আমি এই ভাবেই এই পদ্ধতিতেই শিক্ষা দিতে প্রস্তুত।"
আরও পড়ুন- Kolkata Weather Today:টানা দু'দিন তুমুল দুর্যোগ বাংলায়, প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা জেলায়-জেলায়