Advertisment

Amit Shah: শিলিগুড়ি করিডর নিয়ে শাহের সতর্কবার্তা, প্রশংসায় ভরালেন SSB-কে

Amit Shah: শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই কেন্দ্রীয় এই সুরক্ষাবাহিনীর দরাজ প্রশংসা শোনা যায় তাঁর গলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
amit shah National Constitution Day 2024

Amit Shah: অমিত শাহ।

Amit Shah-SSB:শিলিগুড়িতে SSB-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হয়ে দেশের এই সুরক্ষা বাহিনীকে প্রশংসায় ভরালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেপাল-ভুটানের সীমান্ত থেকে শুরু করে কাশ্মীরের উপত্যকা কিংবা নকশাল নির্মূল অভিযানে সশস্ত্র সীমা বল বা এসএসবি-র দুরন্ত তৎপরতার কথা ফের একবার মনে করালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisment

সশস্ত্র সীমা বলের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, "শিলিগুড়ি ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। মহানন্দা এবং তিস্তা নদীর মাঝে শিলিগুড়ি দেশের উত্তর-পূর্বের অংশকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে রেখেছে। এই শিলিগুড়িতে রয়েছে সশস্ত্র সীমা বলের সদর দপ্তর। এটি আমাদের নিশ্চিন্ত করেছে। এসএসবি সতর্ক থাকায় গোটা দেশ আশ্বস্ত হয়েছে। দেশবাসী বিশ্বাসের শ্বাস নিতে পারছেন।"

গতকাল শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের ৬১ তম রাইজিং ডে-র অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বলেন, "নকশালমুক্ত হওয়া বিহার এবং ঝাড়খণ্ডের জনজীবনে SSB একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এসএসবি-র জওয়ানরা এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য কৃতিত্বের দাবিদার। তাঁদের কঠোর পরিশ্রম ও সতর্কতার কারণে দেশের নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে। শিলিগুড়ি করিডর ও পূর্ব ভারতের অন্যান্য এলাকায় সমন্বয় ব্যবস্থার উন্নতি নিঃসন্দেহে এলাকার উন্নয়নের জন্য উপকারী হবে।"

আরও পড়ুন- West Bengal News Live: চিকেন'স নেক-এ নাশকতাই ছিল লক্ষ্য, বাংলাদেশের জঙ্গি সংগঠনের স্লিপার সেল এরাজ্যেও

Advertisment

আরও পড়ুন- West Bengal Weather: নিম্নচাপের গেরোয় পৌষেও বৃষ্টি জেলায়-জেলায়, দুর্যোগ শেষে সোম থেকেই ঠান্ডার রাজকীয় কামব্যাক?

তাঁর কথায়, "এসএসবির জওয়ানদের এই অসাধারণ সাফল্য সত্যিই প্রশংসনীয়। মাওবাদী ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে তাদের কার্যক্রম, দুর্যোগ মোকাবিলায় তাদের অবদান এবং খেলাধুলায় তাদের সাফল্য সবই প্রমাণ করে যে এসএসবি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের নিরাপত্তা ও সুরক্ষায় তাদের এই অবদান সত্যিই অনুপ্রেরণাদায়ক। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের কার্যক্রম, দুর্যোগের সময় সাহায্য এবং খেলাধুলায় তাদের সাফল্য সবই তাদের প্রচেষ্টা ও নিষ্ঠার প্রমাণ। এসএসবির জওয়ানদের এই নিরলস পরিশ্রম এবং দেশের প্রতি তাদের অবদান অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।"

আরও পড়ুন- Bangladesh Crisis: 'বাংলাদেশ আফগানিস্তান হবে', আর কখনও যেতেই চান না মুক্তিযোদ্ধা পরিতোষ হালদার

নেপাল ও ভুটান সীমান্তে এসএসবির জওয়ানদের ভূমিকারও ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে শাহের মুখে। তাঁর কথায়, "নেপাল এবং ভুটানের সীমান্তে তাদের সতর্ক প্রহরা এবং পূর্বাঞ্চলে নকশালবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, সবই প্রমাণ করে তাদের নিষ্ঠা ও দক্ষতা। মাদক, মানব পাচার, অস্ত্র পরিবহণ এবং দেশবিরোধী বিষয়বস্তুর প্রবেশ রোধ করতে তাদের কাজ দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

"

amit shah siliguri Bangla News Bengali News Today news in west bengal news of west bengal
Advertisment