Singer shot dead at wedding in Durgapur: বিয়ে বাড়িতে গুলি চালিয়ে 'সেলিব্রেশন'-এর একাধিক নজির রয়েছে বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে। তবে সেখানেও বোধ হয় যা ঘটেনি তাই এবার ঘটে গেল খাস বাংলায়। বিয়ের আসরে গুলি করে খুনের অভিযোগ তরুণ গায়ককে। নিহত গায়ক আর্টিস্ট বেদ (২০) কনেপক্ষেরই এক আত্মীয়। বরপক্ষের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
ঘটনাস্থল দুর্গাপুরের অমরাবতী সংলগ্ন ভ্যাম্বে কলোনি। এখানেই বসেছিল বিয়ের আসর। বিয়ে বাড়িতে লোকজন আসা শুরু করতেই গান-বাজনা শুরু হয়। বিয়ের আসরেই আলাদা করে মঞ্চ তৈরি করা হয়েছিল গান-বাজনার জন্য।
কিছুক্ষণ এই গান-বাজনা ভালোমতো উপভোগ করছিলেন কনে বাড়ির লোকজন থেকে শুরু করে তাঁদের আমন্ত্রিত মানুষজন। কিন্তু তাল কাটে বরপক্ষের লোকজন কনে বাড়িতে পৌঁছনোর পর। আসানসোল থেকে দুর্গাপুরের ওই বিয়ে বাড়িতে পৌঁছোন বরপক্ষের লোকজন।
আরও পড়ুন- West Bengal News Live: মেক্সিকোর সংস্থার প্রতারণাতেই চরম সিদ্ধান্ত, ট্যাংরা-কাণ্ডে চাঞ্চল্যকর দাবি প্রণয়-প্রসূনের
অভিযোগ, তাঁরা এসেই গায়ককে গান চেঞ্জ করে অন্য গান করতে বলেন। এই বিষয়টি নিয়েই কনেপক্ষের কয়েকজনের সঙ্গে তাঁদের রীতিমতো বচসা শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে সেই বচসা রূপ নেয় হাতাহাতি,মারামারির।
আরও পড়ুন- Kolkata Weather Today: ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, দোলের আবহাওয়া নিয়ে বড় আপডেট
এরই মধ্যে গায়ককে মঞ্চ থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে তাঁকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে বরপক্ষের বিরুদ্ধে। বিয়ের মতো একটি আনন্দদায়ক অনুষ্ঠানে মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল হইচই পড়ে যায় ওই এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছোয় নিউটাউনশিপ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সেটি দুর্গাপুর মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।