IMD Weather Update Today March 10: শীত বিদায় নিলেও ঠাণ্ডার রেশ যেন গিয়েও যাচ্ছে না। শীতের শিরশিরানি নিয়েই ফের এক নতুন সপ্তাহের শুরু। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দোল (Dol Purnima) পর্যন্ত একটু একটু করে তাপমাত্রা বাড়বে। তবে দোলের পর থেকেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। এরই মধ্যে চলতি সপ্তাহে চার জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত দোল পর্যন্ত সকাল ও রাতের দিকে ঠাণ্ডার আমেজ বহাল থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। দোল পূর্ণিমার পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। সেই সঙ্গে চড়া হবে গরমের অনুভূতি।
কলকাতার ওয়েদার আপডেট
কলকাতা শহরেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দোল পর্যন্ত কলকাতা শহরের তাপমাত্রা একটু একটু করে বাড়বে। তবে দলের পর থেকে তাপমাত্রা চড়চড়িয়ে বৃদ্ধি পাবে। তীব্র গরমের অনুভূতি টের পেতে শুরু করবেন মহানগরীর বাসিন্দারা।
আরও পড়ুন- Snake Bite: হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হল না, বিষধর সাপের ছোবলে মৃত্যু অষ্টম শ্রেণির ছাত্রীর
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের পরিস্থিতি ভিন্ন। আজ সপ্তাহের প্রথম দিনে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ফের একবার আগামী ৪৮ ঘন্টা পর থেকে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- West Bengal News Highlights: মাত্র এক বছরে গুণমান পরীক্ষায় ব্যর্থ হাজার খানেক ওষুধ, সিংহভাগই বাংলার নামী ব্র্যান্ডের