SIR:এসআইআর চালু: ‘ভয় নেই’, বলছে তৃণমূল, ‘ভুয়ো ভোটার বাদ পড়বে’ প্রত্যয়ী শুভেন্দু

SIR:মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে চালু হচ্ছে এসআইআর ব্যবস্থা। এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া—তৃণমূল নেতা কুণাল ঘোষ শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, অন্যদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পরিচ্ছন্ন ভোটার তালিকার পক্ষে মত দিয়েছেন।

SIR:মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২টি রাজ্যে চালু হচ্ছে এসআইআর ব্যবস্থা। এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া—তৃণমূল নেতা কুণাল ঘোষ শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, অন্যদিকে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পরিচ্ছন্ন ভোটার তালিকার পক্ষে মত দিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR, Election Commission, West Bengal, Trinamool Congress, Kunal Ghosh, Suvendu Adhikari, Voter List, Mamata Banerjee, Abhishek Banerjee, BJP, Matua Community, Voter ID, Electoral Reform, Political Reaction,এসআইআর, নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ, তৃণমূল কংগ্রেস, কুণাল ঘোষ, শুভেন্দু অধিকারী, ভোটার তালিকা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপি, মতুয়া সম্প্রদায়, ভোটার কার্ড, নির্বাচনী সংস্কার, রাজনৈতিক প্রতিক্রিয়া

Mamata Banerjee & Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গ-সহ মোট ১২টি রাজ্যে চালু হচ্ছে এসআইআর (Systematic Identification and Registration) প্রকল্প। সোমবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন। কমিশনের দাবি, ভোটার তালিকাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে, এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

Advertisment

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “কোনওরকম উসকানিতে পা দেবেন না। আইন নিজের হাতে তুলবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখবেন।” তিনি আরও বলেন, “মতুয়া সম্প্রদায়ের ওপর এসআইআর যেন না নামে, সেদিকে নজর রাখতে হবে। বিজেপি এ বিষয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তবুও এসআইআর চালু হলেও তৃণমূল কংগ্রেস ২৫০টি আসনে জয়ী হবে। প্রকৃত ভোটারদের কেউ বাদ দিতে পারবে না।”

আরও পড়ুন- SIR:মঙ্গলবার থেকেই বাংলায় শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া, একসঙ্গে ১২ রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা

Advertisment

অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, “মৃত ভোটার, অবৈধ বাংলাদেশি ভোটারদের নাম বহু বছর ধরে তালিকায় রয়েছে। এখন সময় এসেছে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরির। ভুয়ো ভোটার কার্ড বাতিল হোক, প্রকৃত ভোটারদেরই যেন তালিকায় রাখা হয়।”

আরও পড়ুন-Adhir Chowdhury:"মুসলমানরা কারও দয়ায় বাঁচেনি", SIR ঘোষণার দিনেই তোপ অধীর চৌধুরীর

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এসআইআর চালু হওয়ার ফলে একদিকে যেমন ভোটার তালিকা আরও স্বচ্ছ হবে, অন্যদিকে সংখ্যালঘু ও সীমান্তবর্তী অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। কমিশন জানিয়েছে, কোনও প্রকৃত ভোটার যাতে বাদ না যায়, সে বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হবে।

West Bengal News tmc Suvendu Adhikari SIR