/indian-express-bangla/media/media_files/2025/06/20/mamata-suvendu-2025-06-20-09-05-04.jpg)
Mamata Banerjee & Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গ-সহ মোট ১২টি রাজ্যে চালু হচ্ছে এসআইআর (Systematic Identification and Registration) প্রকল্প। সোমবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন। কমিশনের দাবি, ভোটার তালিকাকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে, এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “কোনওরকম উসকানিতে পা দেবেন না। আইন নিজের হাতে তুলবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখবেন।” তিনি আরও বলেন, “মতুয়া সম্প্রদায়ের ওপর এসআইআর যেন না নামে, সেদিকে নজর রাখতে হবে। বিজেপি এ বিষয়ে রাজনীতি করার চেষ্টা করছে। তবুও এসআইআর চালু হলেও তৃণমূল কংগ্রেস ২৫০টি আসনে জয়ী হবে। প্রকৃত ভোটারদের কেউ বাদ দিতে পারবে না।”
আরও পড়ুন- SIR:মঙ্গলবার থেকেই বাংলায় শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া, একসঙ্গে ১২ রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা
অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, “মৃত ভোটার, অবৈধ বাংলাদেশি ভোটারদের নাম বহু বছর ধরে তালিকায় রয়েছে। এখন সময় এসেছে পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরির। ভুয়ো ভোটার কার্ড বাতিল হোক, প্রকৃত ভোটারদেরই যেন তালিকায় রাখা হয়।”
আরও পড়ুন-Adhir Chowdhury:"মুসলমানরা কারও দয়ায় বাঁচেনি", SIR ঘোষণার দিনেই তোপ অধীর চৌধুরীর
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এসআইআর চালু হওয়ার ফলে একদিকে যেমন ভোটার তালিকা আরও স্বচ্ছ হবে, অন্যদিকে সংখ্যালঘু ও সীমান্তবর্তী অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে। কমিশন জানিয়েছে, কোনও প্রকৃত ভোটার যাতে বাদ না যায়, সে বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us