/indian-express-bangla/media/media_files/2025/10/27/adhir-pic-2025-10-27-15-20-45.jpg)
Adhir Ranjan Chowdhury: প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
Adhir Ranjan Chowdhury: SIR ঘোষণার দিনেও ফের সোচ্চার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে মুখ খুলে আরও একবার মুসলমান সমাজের পাশে দাঁড়ালেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। এরই পাশাপাশি BJP সাংসদ অনন্ত মহারাজের SIR নিয়ে করা মন্তব্যেরও কড়া সমালোচনা শোনা গিয়েছে অধীর চৌধুরীর মুখে।
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "মুসলমানরা কি বিদেশি হয়ে যাবে যে তাদের জন্য চিন্তা করতে হবে? মুসলমানরা এই দেশের নাগরিক। এখানে তাদের বসবাস, এখানে তারা জন্মেছেন। এদেশটা তাদেরও। এদেশের মালিক মহারাজা, সাধু-সন্ত, মৌলবীরা নয়। এই দেশের মানুষ এই দেশের মালিক। মুসলমানদের দয়া দেখাতে লেগে গিয়েছে সব।"
আরও পড়ুন- Supreme Court:মমতার বড় জয়! ‘১০০ দিনের কাজে টাকা দিতেই হবে কেন্দ্রকে’, জানাল সুপ্রিম কোর্ট
তিনি আরও বলেন, "একটা বৈধ মসুসমানের ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে না। তেমনই একটা বৈধ হিন্দু ভোটারের নামও ভোটার লিস্ট থেকে বাদ যাবে না। মুসলামনেদর কেইউ অনুকম্পা দেখাবেন না। মুসলমানরা কেউ অনুকম্পার পাত্র নয়। মুসলমানরা কারও দয়ায় বাঁচেনি, বাঁচবেও না। মুসলমানদের দয়ার পাত্র করবে না।"
উল্লেখ্য, সম্প্রতি BJP-র রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এসআইআর ইস্যুতে বলেছিলেন, "যদি সঠিকভাবে এস আই আর হয় তবে অন্তত ৫০ শতাংশ নাম বাদ পড়বে ভোটার তালিকা থেকে।" তাঁর আরও দাবি ছিল, কোচবিহার সীমান্তবর্তী জেলা হওয়ায় বছরের পর বছর ধরে বাংলাদেশ থেকে বহু মানুষ সেখানে এসে বসবাস শুরু করেন।
আরও পড়ুন-Supreme Court:তিন বছর লড়াইয়ের পর বড় জয়! ১০০ দিনের প্রকল্প নিয়ে সুপ্রিম রায়ে উচ্ছ্বসিত তৃণমূল
এলাকারই কিছু প্রভাবশালী নেতাদের সাহায্যে তারা আধার কার্ড সহ বিভিন্ন সরকারি পরিচয় পত্র সংগ্রহ করে ফেলেন। সাংসদের অভিযোগ, এসবের পেছনে তৃণমূল কংগ্রেস সক্রিয় ভূমিকা নিয়েছিল। এস আই আর হলে এই সব ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে বলে দাবি করেছিলেন অনন্ত মহারাজ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us