SIR:মঙ্গলবার থেকেই বাংলায় শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া, একসঙ্গে ১২ রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা

SIR:মঙ্গলবার থেকেই বাংলাসহ ১২ রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) প্রক্রিয়া। ভোটার তালিকা যাচাই ও সংশোধনের এই অভিযান চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। কমিশনের নির্দেশ, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। ৭ ফেব্রুয়ারিতে প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।

SIR:মঙ্গলবার থেকেই বাংলাসহ ১২ রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) প্রক্রিয়া। ভোটার তালিকা যাচাই ও সংশোধনের এই অভিযান চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। কমিশনের নির্দেশ, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। ৭ ফেব্রুয়ারিতে প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
SIR process India, West Bengal voter list update, voter list verification, Election Commission of India, BLO officers, ERO, final voter list 2026, SIR Bihar success, MGNREGA link, voter ID Aadhaar link,এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা সংশোধন, পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন, বিএলও, ইআরও, ভোটার যাচাই, ২০২৬ ভোটার তালিকা, ভোটার আধার লিংক, বাংলা ভোটার আপডেট

SIR: সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

voter list verification: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। কাল, অর্থাৎ ২৮ অক্টোবর থেকেই পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্যে শুরু হচ্ছে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) প্রক্রিয়া। ভোটার তালিকা সংশোধনের এই বৃহৎ অভিযান চলবে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার যেসব রাজ্যে এসআইআর হবে সেগুলি হল — পশ্চিমবঙ্গ, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, আন্দামান-নিকোবর, পুদুচেরি, গোয়া, গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ ও তামিলনাড়ু।

Advertisment

বাড়ি বাড়ি সমীক্ষা, নিরক্ষর ভোটারদের পাশে বিএলও:

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ৪ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন বিএলওরা (Booth Level Officer)। নিরক্ষর ভোটারদের ফরম পূরণে সহায়তা করবেন তারা। প্রতিটি বাড়িতে তিনবার পর্যন্ত যাবেন বিএলওরা, যাতে কোনও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়।

আরও পড়ুন- West Bengal News Live Updates: হাতকড়া পরিয়ে ভারতীয়দের দেশে ফেরত পাঠালো ট্রাম্প, ফের অমানবিক মার্কিন প্রেসিডেন্ট

Advertisment

ভোটার পরিচয় হিসেবে আধার কার্ডকে বৈধ নথি হিসেবে ধরা হবে। কমিশনের নির্দেশ, এই প্রক্রিয়ায় ইআরও ও এইআরওদের (ERO, AERO) উপর বিশেষ দায়িত্ব থাকবে যাতে ভোটারদের কোনও অসুবিধা না হয়।

মূল তারিখগুলি এক নজরে:

৪ নভেম্বর – ৪ ডিসেম্বর: বাড়ি বাড়ি সমীক্ষা
৯ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
৯ ডিসেম্বর – ৮ জানুয়ারি: অভিযোগ বা সংশোধনের জন্য আবেদন
৯ ডিসেম্বর – ৩১ জানুয়ারি: অভিযোগের ভিত্তিতে শুনানি
৭ ফেব্রুয়ারি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আরও পড়ুন-Adhir Chowdhury:"মুসলমানরা কারও দয়ায় বাঁচেনি", SIR ঘোষণার দিনেই তোপ অধীর চৌধুরীর

নির্বাচন কমিশনের দাবি: বিহারে এসআইআর সফল

দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, প্রথম ধাপে বিহারে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ সফল হয়েছে। প্রায় সাড়ে সাত কোটি ভোটার এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। কমিশনের দাবি, বিহারে কোনও আপত্তি বা অভিযোগ আসেনি — “জিরো আপিল”।

জ্ঞানেশ কুমার বলেন, “২০০৩ সালের ভোটার তালিকার সঙ্গে তথ্যের মিল না হলে নোটিশ দেওয়া হবে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিকে ইআরও বা এইআরও-র কাছে প্রমাণ পেশ করতে হবে। আমাদের লক্ষ্য, কোনও যোগ্য ভোটারের নাম যাতে বাদ না যায়, সেটি নিশ্চিত করা।”

আরও পড়ুন-Supreme Court:মমতার বড় জয়! ‘১০০ দিনের কাজে টাকা দিতেই হবে কেন্দ্রকে’, জানাল সুপ্রিম কোর্ট

১৯৫১ সাল থেকে ২০০৭ পর্যন্ত দেশে ৮ বার এসআইআর হয়েছে। সর্বশেষ এসআইআর হয়েছিল ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। দ্বিতীয় ধাপে এবার একসঙ্গে ১২ রাজ্যে এই প্রক্রিয়া চলবে বলে নির্বাচন কমিশনের ঘোষণা।

SIR Election Commission of India West Bengal