/indian-express-bangla/media/media_files/2025/08/01/election-commission-of-india-publishes-draft-electoral-rolls-for-bihar-following-sir-2025-08-01-16-45-54.jpg)
Election Commission of India: নির্বাচন কমিশন।
Voter list revision West Bengal: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে পশ্চিমবঙ্গেও বিহারের মতো ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। রাজ্য নির্বাচনী আধিকারিক জানিয়ে দিয়েছেন, তাঁরা SIR-এর জন্য পুরোপুরি তৈরি আছেন। আর দিন কয়েক পরেই রাজ্যে এসআইআর-এর প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। এই আবহে এবার এসআইআর ইস্যুতে ফের মুখ খুলে রাজ্য সরকারের সমালোচনায় প্রাক্তন BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
প্রাক্তন সাংসদের কথায়, "প্রস্তুতি শুরু হয়েছে। কর্মীদের প্রশিক্ষণ হয়েছে। শুধু বুথ লেভেল অফিসার সব বুথে খুঁজে পাওয়া যায়নি। বাংলার সরকার চাইছে সিভিক ভলান্টিয়ার, পার্টির লোককে BLO করতে। আমরা সব জায়গায় প্রতিবাদ করেছি। রাজ্যের মানুষকেই সতর্ক থাকতে হবে। তা না হলে যে জন্য এসআইআর হচ্ছে, সেটা সফল হবে না।"
আরও পড়ুন- West Bengal News Live Updates: DVC-র জল ছাড়ার পরিমাণ নিয়ে মমতার দাবি নস্যাৎ মোদীর মন্ত্রীর
উল্লেখ্য, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে তুমুল শোরগোল পড়ে যায়। আর কিছুদিন পরেই বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বিহারে এফআইআর-এর জেরে প্রায় ৬৫ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। যার জেরে বিহারে শাসকজোট NDA-এর বিরুদ্ধেই বড়সড় চক্রান্তের অভিযোগ তুলেছে বিরোধীরা। বিহারে SIR-এর তুমুল প্রতিবাদ হয়েছে দিল্লিতে।
আরও পড়ুন-Cyclone Shakti: ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'শক্তি', কবে, কখন, কোথায় ল্যান্ডফল?
এবার বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে জল্পনা বাড়ছে। আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গ সফরে আসছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী রাজ্যে আসছেন। সূত্রের খবর, আগামী ৮ অক্টোবর প্রত্যেক জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক (নির্বাচন) ও প্রযুক্তিবিদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে ওই দলটি।