Advertisment

বাড়ি পেতে 'কাটমানি' তৃণমূলকে? ভাইয়ের নালিশে কী বলেছেন দেব? জানালেন শিউলি

আবাস যোজনার বাড়ি পেতে তৃণমূলের নেতাদের কাটমানি দিয়েছেন বলে দাবি করেন দেবের ভাই।

author-image
Joyprakash Das
New Update
siuli saha lodge fir against tmc mp deb's brother

ভাইয়ের অভিযোগের ব্যাপারে তৃণমূল বিধায়ক শিউলি সাহার সঙ্গে কথা বলেছেন দেব।

অভিনেতা সাংসদ দেবের জ্যেঠতুতো ভাই বিক্রম অধিকারীর কাটমানির অভিযোগে তোলপাড় বঙ্গ রাজনীতি। বিষয়টি তিনি কেশপুরের বিধায়ক শিউলি সাহাকেও জানিয়েছিলেন বলে দাবি করেছেন। এনিয়ে এলাকায় দেওয়াল লিখন-পোস্টারিং পর্যন্ত হয়েছে। তৃণমূল বিধায়ক শিউলি সাহা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, 'দেবের জ্যেঠতুতো ভাই বিষয়টা ব্ল্যাকমেলিংয়ের পর্যায়ে নিয়ে গিয়েছিল। দেবের সঙ্গে কথা বলেই এফআইআর করেছি। বিষয়টা আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি।'

Advertisment

ইন্দিরা আবাস যোজনার বাড়ি পাওয়ার আশায় সাংসদ দেবের ভাই নাকি স্থানীয় তৃণমূলকর্মীদের ‘কাটমানি’ দিয়েছিলেন বলে দাবি করেছেন। এদিকে শিউলি সাহার বক্তব্য, একবার নয়, তিন তিনবার বিক্রম অধিকারী টাকা পেয়েছেন। তাঁর অ্যাকাউন্টে টাকা জমাও পড়েছে। কেশপুরের বিধায়কের দাবি, "একদম সাজানো অভিযোগ। আমার কাছে অভিযোগ করতে আসেনি। দেবের নাম ব্যবহার করে ওর খুড়তুতো ভাই সাহায্য নিয়েছে। করোনার সময় চাল-ডাল নিয়েছে, আমি নিজে টাকা দিয়েছি। পুরোপুরি বিজেপির ইন্ধনে অভিযোগ করছে তা বলার অপেক্ষা রাখে না।"

আরও পড়ুন- ধেয়ে আসছে কালবৈশাখী! সঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়

ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেবের ভাইয়ের অভিযোগ পেয়ে আসরে নেমে পড়েছে বিরোধীরা। শিউলি সাহা বলেন, "দেবের ওই ভাই ব্ল্যাকমেলিং করার মতো সুযোগ নিচ্ছে, সেটা বিরোধী দল সমর্থন করছে। তার ওপর ভিত্তি করে এই দেওয়াল লিখন। পোস্টারিং হচ্ছে। তাই আমি এফআইআর করেছি।"

আরও পড়ুন- চাইলে সকালে গিয়ে সন্ধেতেও ফিরতে পারেন, হাওড়া-পুরী বন্দে ভারতের ভাড়া কত?

এবিষয়ে কি অভিনেতা সাংসদ দেবের সঙ্গে কোনও কথা হয়েছে? কেশপুরের বিধায়ক বলেন, "আমি দেবের সঙ্গে কথা বলেছি। দেব খুব দুঃখ পাচ্ছে। দেব বলেছে দিদি তুমি এফআইআর করো। আজ বিষয়টা মুখ্যমন্ত্রীকে বলেছি।" শিউলি সাহার প্রশ্ন, "২০১৬ সালের ঘটনা ২০২১ সালে বলল না, ২০২৩ সালে এসে এই কথা বলছে কেন? কে বা কারা এটা করাচ্ছে?"

tmc bjp Dev West Bengal Cut Money TMC MLA Pradhan Mantri Awas Yojna
Advertisment