AC-চালাতেই ফোঁস-ফোঁস শব্দ! এমন দৃশ্য যে দেখবেন স্বপ্নেও ভাবেননি এঁরা...
Snake comes out of AC machine:এসি চালাতেই আঁতকে ওঠার মতো কাণ্ড ঘটে গেল দুই জেলার দুই প্রান্তে। আতঙ্কে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়েছিল পরিবারের সদস্যদের।
Snake comes out of AC machine:এসি চালাতেই আঁতকে ওঠার মতো কাণ্ড ঘটে গেল দুই জেলার দুই প্রান্তে। আতঙ্কে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়েছিল পরিবারের সদস্যদের।
Snake comes out of AC machine: শোওয়ার ঘরের AC-র মুখ থেকে কিলবিল করে বেরিয়ে আসছে একের পর এক সাপ। আর তা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ খোদ অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকারের। পরিবার নিয়ে ঘরের এক কোণায় লাফিয়ে চলে যান অতিরিক্ত জেলাশাসক। এরপরেই খবর যায় সর্প বিষারদ নিতাই হালদারের কাছে। পুরাতন মালদহ থেকে মোটরবাইক নিয়ে ছুটে আসেন সর্প বিশারদ নিতাই হালদার।
Advertisment
ইংরেজবাজার শহরের মাধবনগর এলাকায় অতিরিক্ত জেলাশাসকের বাংলোয় গিয়ে একের পর এক সাপ উদ্ধার করতে থাকেন নিতাই হালদার। যদিও উদ্ধার হওয়া ৮টি সাপ বিষধর নয় বলেই জানিয়েছেন সর্প বিশারদ নিতাই হালদার। তিনি বলেন, "এগুলি ঘরোয়া বাতাচিতি। মূলত ঠাণ্ডা জায়গা পাওয়ার কারণেই বাসা বেঁধে থাকে এই ধরনের সাপ। শীতের মরশুমের কারণে এসি না চলায় সেখানে বাসা বেধে প্রজনন ঘটিয়েছে এই সাপ।"
কিন্তু সাপ বিষধর হোক বা না হোক, অধিকাংশ মানুষই সাপ দেখলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। যেমনটি হয়েছিলেন মালদহের অতিরিক্ত জেলাশাসক ও তাঁর পরিবারও। সোমবার রাতের এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার প্রশাসনিক পদস্থ কর্তা তথা অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার। তিনি বলেন, "চৈত্রের গরমে শোওয়ার ঘরের এসিটা চালাতে শুরু করেছিলাম। আর তাতেই ঘটে বিপত্তি । কিলবিল করে একের পর এক সাপ বেরিয়ে আসে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। এতগুলো সাপ কীভাবে এসির মধ্যে ঢুকে পড়লো কিছুই বুঝতে পারছি না। যাই হোক যথা সময়ে বনদফতরের সহযোগিতা নিয়ে একজন সর্প বিশারদ বাংলোয় এসে সাপগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছেন। সাপের বিষ আছে কিনা জানা নেই। কিন্তু সাপ দেখে পরিবারের সকলেই আতঙ্কিত হয়ে পড়েছে। এরকম ঘটনা যাতে না ঘটে সেই আশাই করি। নতুন করে বাংলো সংস্কারের উদ্যোগ নিয়েছি।"
Malda News: মালদহে অতিরিক্ত জেলাশাসকের বাংলোয় লাগানো এসি থেকে সাপ বের করছেন সর্প বিশারদ।
Advertisment
সর্প বিশারদ নিতাই হালদার বলেন, "প্রশাসনের ফোন পেয়েই ইংরেজবাজারের মাধবনগরের অতিরিক্ত জেলাশাসকের বাংলোতে গিয়েছিলাম। সেখানে প্রথমে একটি সাপ উদ্ধার করতে গিয়ে দেখি একের পর এক সাপ এসির যেখান থেকে বাতাস বেরোয় সেখান থেকে কিলবিল করে বেরোচ্ছে। আসলে ওরা ঠান্ডা জায়গা খোঁজে। যেখানে অতিরিক্ত জেলাশাসকের বাংলোটি রয়েছে, তার পিছনে ঘন জঙ্গল আছে। এসির পিছনের ফুটো দিয়েই কোনও এক সময় হয়তো সাপ ঢুকে প্রজনন ঘটিয়েছে । তবে এতে আতঙ্কের কিছু নেই । এই সাপ বিষধর নয়। মোট আটটি সাপ উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।"
অন্যদিকে, এই একই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটাতেও। গাইঘাটার পূর্ব সোনাটিকারির বাসিন্দা সুব্রত দাসের বাড়ির এয়ার কন্ডিশনার মেশিন থেকে উদ্ধার হয়েছে পাঁচটি সাপ। জানা গিয়েছে, গরম পড়তেই গতকাল এসি চালিয়েছিলেন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, এসি চালানোর পরেই আওয়াজ পেয়ে এসি বন্ধ করেন।
North 24 Parganas News: গাইঘাটার একটি বাড়ির এসির আউটডোর ইউনিট থেকে উদ্ধার সাপ।
এসি-র দিকে লক্ষ্য করে তারা সাপের লেজ দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা খবর দেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। রাতেই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে দুটো সাপ উদ্ধার করেন। বুধবার সকালে ফের খবর পেয়ে তারা ওই এসি থেকে আরও তিনটি সাপ উদ্ধার করেছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন সাপগুলি বিষধর নয়। এরা সাধারণত বাড়ির টিকটিকি ও পোকামাকড় ধরে খায়। খাবারের সন্ধানে হয়তো এসির মধ্যে ঢুকেছিল।