KMC: কলকাতা পুরসভায় সাপের উৎপাত! আতঙ্কে চেয়ার ছেড়ে বাইরে কর্মীরা

kolkata municipal corpration: এর আগেও কলকাতা পুরসভায় সাপের দেখা মিলেছিল। সেবারও সর্প বিশারদদের ডেকে সেই সাপ উদ্ধার করা হয়েছিল।

kolkata municipal corpration: এর আগেও কলকাতা পুরসভায় সাপের দেখা মিলেছিল। সেবারও সর্প বিশারদদের ডেকে সেই সাপ উদ্ধার করা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Kmc

kolkata municipal corpration : কলকাতা পুরসভা।

snake found in kolkata municipal corpration: কলকাতা পুরসভায় তুমুল আতঙ্ক। ফের সাপের দেখা মিলেছে। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতা পুরসভার সদর দফতরে তোলপাড় কাণ্ড পড়ে যায়। তড়িঘড়ি পুরসভার সদর দফতরের প্রিন্টিং বিভাগ বন্ধ করে দিয়ে কর্মীদের বের করে দেওয়া হয়। খবর পাঠানো হয় বনদফতরে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই সাপের খোঁজ মেলেনি। 

Advertisment

এর আগেও কলকাতা পুরসভায় সাপের দেখা মিলেছিল। বুধবার সকালে পুরসভার সদর দফতরে অন্যান্য দিনের মতোই ঢুকেছিলেন কর্মীরা। কিছুক্ষণের মদ্যেই প্রিন্টিং বিভাগে একটি সাপ দেখতে পান কর্মীরা। সকাল ১০টা নাগাদ ওই সাপটি দেখা যায়। এরপরেই রীতিমতো হূলূস্থূল কাণ্ড পড়ে যায় পুরভবনে। আতঙ্কে চেয়ার ছেড়ে বাইরে বেরিয়ে যান কর্মীরা। বাইরে থেকে প্রিন্টিং বিভাগের দরজা বন্ধ করে দেওয়া হয়।

তড়িঘড়ি খবর পাঠানো হয় বনদফতরে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সাপটিকে উদ্ধার করা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সম্ভবত সাপটি বিষধর নয়। তবুও কোনও 'রিস্ক' নিতে চায় না পুর কর্তৃপক্ষ। এর আগেও কলকাতা পুরসভায় সাপ দেখা গিয়েছিল। সেবারেও সর্প বিশারদদের ডেকে সেই সাপ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন- West Bengal News Live: পাথরপ্রতিমার বাজি কারখানায় বিস্ফোরণ, অবশেষে পুলিশের জালে চন্দ্রকান্ত

Advertisment

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে গত বছরের নভেম্বর মাসে একটি সাপ দেখা গিয়েছিল। এবার ফের একবার কাজ চলাকালীন পুরসভায়সাপের হদিশ মিলেছে। 

আরও পড়ুন- Arjun Singh: বিরাট খবর অর্জুন সিংকে নিয়ে! কী জানাল কলকাতা হাইকোর্ট?

Bengali News Today news in west bengal news of west bengal Snake Kolkata Municipal Corporation KMC