Jammu and Kashmir:ফের রক্ত ঝরল ভূস্বর্গে। এবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন সেনা সদস্য নিহত হয়েছেন। বিস্ফোরণে আরও দুই জওয়ান জখম হয়েছেন বলেও জানা গিয়েছে। নিহত জওয়ানের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সেনাবাহিনীর। সেই সঙ্গে জখম দুই জওয়ানের চিকিৎসায় সব ধরনের বন্দোবস্ত করা হয়েছে। যদিও আপাতত ওই দুই জওয়ানের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, কৃষ্ণা ঘাটির সাধারণ এলাকায় এরিয়া ডমিনেশনের কাজ চলছিল। সেনাবাহিনীর টহলদারির সময় একটি মাইন বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে একজন অগ্নিবীর জওয়ান নিহত হয়েছেন। ল্যান্ডমাইন বিস্ফোরণে আরও দুইজন জওয়ান আহত হয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন একজন জেসিও, তাঁদের সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। "জিওসি হোয়াইট নাইট কর্পস এবং সকল পদমর্যাদার সদস্য ৭ জেএটি রেজিমেন্টের অগ্নিবীর ললিত কুমারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই জওয়ান কৃষ্ণা ঘাটি ব্রিগেডের সাধারণ এলাকায় টহল দিচ্ছিলেন। তখনই মাইন বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়। হোয়াইট নাইট কর্পস এক্স পোস্টে জানিয়েছে, "এই শোকের মুহূর্তে আমরা শোকাহত পরিবারের পাশে আছি।"
আরও পড়ুন- TMC: তৃণমূল চালিত পুরসভায় কিছুতেই কাটছে না অচলাবস্থা, আসরে এবার শীর্ষ নেতৃত্ব?
আরও পড়ুন- West Bengal News Live Updates:শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, বদল দূরপাল্লার ট্রেনের সময়সূচিতেও, জানুন বিশদে