/indian-express-bangla/media/media_files/2025/09/25/tehatta-2025-09-25-16-01-11.jpg)
Tehatta Police Station: তেহট্ট থানা।
West Bengal News:টোটো চালিয়ে ভালো আয় হচ্ছিল না। সেই কারণেই হতাশা? নাকি মানসিক ভারসাম্য হারিয়ে এমন চরম-কাণ্ড! বিষয়টি স্পষ্ট না হলেও তুমুল উত্তেজনা ছড়িয়েছে রোমহর্ষক এই ঘটনায়। বৃহস্পতিবার ভোরে ঘুমিয়ে থাকা মাকে কুড়ুল দিয়ে কোপাল ছেলে। নদিয়ার তেহট্টের দক্ষিণ জিৎপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরে রক্তমাখা কুড়ুল নিয়ে রাস্তায় বেরোতেই স্থানীয়রা ধরে ফেলেন যুবককে।
পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অমর দাস। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে তেহট্ট থানার দক্ষিণ জিৎপুরে বাড়িতে ঘুমোচ্ছিলেন অমরের মা। পাশের ঘরে থাকা ছেলে অমর দাস ঘরের মধ্যে কুড়ুল নিয়ে ঢুকে মাকে কোপাতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে।
আরও পড়ুন- BJP:'মাস্টারস্ট্রোক' BJP-র! '২৬-এর ভোটে বাংলায় শমীক-শুভেন্দুদের 'অভিভাবক' হয়ে কারা আসছেন জানেন?
সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী তেহট্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই বর্তমানে অমর দাসের মা চিকিৎসাধীন। এদিকে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
আরও পড়ুন-Kolkata bus:হঠাৎ কলকাতায় প্রায় উধাও বাস! পুজোর দিনগুলিতে শহরে মিলবে না 'সস্তার যান'?
রাস্তায় কুড়ুল নিয়ে দাঁড়িয়ে থাকা অমরকে শেষমেশ স্থানীয়রা ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ওই যুবককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে হচ্ছে হতাশায় ভুগে ওই যুবক এই ঘটনা ঘটিয়েছে।