Sonagachi-RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার সোনাগাছিও। নক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা সরব সোনাগাছির যৌনকর্মীরা। তাঁদের দাবি, গত ৫ বছর ধরে শুধুমাত্র নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে যৌন পল্লির মাটি তাঁরা মা দুর্গার প্রতিমা তৈরির কাজে দিচ্ছেন না। এবার আরজি কর কাণ্ডের আবহে সেই সংকল্পেই তাঁরা অনড়। এবারও সোনাগাছির মাটি মা দুর্গার মূর্তি তৈরির জন্য দেওয়া হচ্ছে না বলে জানালেন এক যৌনকর্মী। যতদিন না সমাজে নিজেদের পেশার স্বীকৃতি তাঁরা পাচ্ছেন ততদিন তাঁরা এই সংকল্পেই অনড় থাকবেন বলে সাফ জানিয়েছেন।
আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল বাংলা। দিকে দিকে চলছে প্রতিবাদ। রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে পথে নেমে প্রতিবাদে ঝড় তুলেছে। আরজি কর কাণ্ডের তীব্র নিন্দায় সরব সোনাগাছির যৌনকর্মীরাও। নির্যাতিতার বিচার চান তাঁরাও। আরজি করের ঘটনার প্রতিবাদ স্বরূপ দুর্গামূর্তি তৈরিতে সোনাগাছির মাটি দেওয়া নিয়ে সম্প্রতি একটি বিতর্ক তৈরি হয়েছে। সেই বিষয়ে এবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধির সামনে মুখ খুললেন সোনাগাছির কয়েকজন যৌনকর্মী।
একজন যৌনকর্মী বলেন, "গত ৫ বছর ধরে আমরা বলে আসছি যে আমরা এখানকার মাটি দেব না। আমরা যৌনকর্মীরা পেশার স্বীকৃতি চাইছি, সেগুলো পাচ্ছি না। আমাদের এখানকার মাটিতে মা দুর্গার মূর্তি তৈরি হয়। বছরে চারদিন মাকে ধুমধাম করে পুজো করা হয়। মায়ের আরাধানা চলে। অথচ মায়েরই অংশ মহিলাদের ৩৬৫ দিন অত্যাচার সহ্য করতে হচ্ছে। তার বিরুদ্ধে আমরা লড়ছি। আমরা ৩৬৫ দিন অধিকারের আশায় রয়েছি। সেই অধিকার পেলে তারপর আমরা মাটি দেব। যখন সবাই যৌনকর্মীদের সম্মান করবেন তখন আমরা মাটি দেব। যৌনকর্মীদের প্রতি মুহূর্তে অপমান সহ্য করতে হয়। এটাই আমাদের প্রতিবাদের জায়গা।"
আরও পড়ুন- RG Kar Incident Kolkata: মেয়ের মৃত্যুতে পথে নেমে প্রতিবাদ! আরজি কর কাণ্ডে হুঙ্কার ছুঁড়লেন নির্যাতিতার মা-বাবা
তিনি আরও বলে, "আরজি করের ঘটনার নিন্দা আমরাও করছি। কারও প্রতি এমন নৃশংস আচরণ যেন না হয় প্রশাসনকে সেটা দেখতে হবে। মহিলাদের উপর অত্যাচার বাড়ছে। অপরাধীদের শাস্তি দিতেই হবে। এদের চিহ্নিত করে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া উচিত। মায়ের কাছে প্রার্থনা করব, যে ঘটনা ঘটে গেছে তার যেন পুনরাবৃত্তি না হয়। অপরাধীর শাস্তি চাই।"