scorecardresearch

‘বিবি ভাগ গ্যায়া, তার কাট গ্যায়া’, সৌমিত্রকে বিঁধে এসব কী বললেন সৌগত?

সৌমিত্রকে ব্যক্তিগত আক্রমণ সৌগতর। ক্ষুব্ধ অধ্যক্ষ সতর্কবার্তায় কী বললেন সৌগতকে?

Sougata roy criticizes soumitra khan at loksabha sesssion
সৌমিত্রকে বেনজির আক্রমণ সৌগত রায়ের।

বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে ভরা লোকসভায় বেনজির আক্রমণ করে বসলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। যা শুনে সাময়িক অস্বস্তিতে পড়ে যান বিষ্ণপুরের ডাকাবুকো গেরুয়া সাংসদ সৌমিত্র। তবে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কিন্তু তৃণমূলের অধ্যাপক-সাংসদের মন্তব্যে এতটুকু সন্তুষ্ট নন। বরং সৌগত রায়ের মতো একজন প্রবীণ সাংসদের মুখে এই ধরনের মন্তব্য একেবারেই শোভা পায় না বলে তাঁকে সতর্ক করে দিয়েছেন অধ্যক্ষ।

এদিন ঠিক কী ঘটেছিল? দিন কয়েক আগেই প্রকাশিত কেন্দ্রীয় বাজেটের বিরোধিতায় এদিন লোকসভায় সুর চড়াতে দেখা যায় বর্ষীয়ান তৃণমূবল সাংসদ সৌগত রায়কে। বিজেপির বিরুদ্ধে একাধিক মন্তব্য করতে থাকেন সৌগত রায়। এরই মধ্যে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সৌগত রায়কে উদ্দেশ্য করে কিছু একটা বলেন। এরপরেই সৌমিত্রকে ব্যক্তিগত আক্রমণ করে বসেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, ‘তোমার তো বউ পালিয়ে গেছে। বউ চলে যাওয়ায় ওর তার কেটে গেছে।’

আরও পড়ুন- ‘LIC, ব্যাঙ্কের টাকা যাচ্ছে আদা…..’, মমতার ইঙ্গিতপূর্ণ বক্তৃতা জোর চর্চায়

সৌগত রায়ের মুখ থেকে এমন মন্তব্য শুনেই সঙ্গে সঙ্গে তাঁকে সতর্ক করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাঁর মতো এমন প্রবীণ সাংসদের মুখে এমন কথা শোভা পায় না বলেও মন্তব্য করতে শোনা যায় ওম বিড়লাকে। উল্লেখ্য বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর সঙ্গে তাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁয়ের ডিভোর্সের মামলা চলছে।

আরও পড়ুন- আলিপুরকে টেক্কা দিতে খাস কলকাতায় চালু আরও একটি চিড়িয়াখানা

সুজাতা বিজেপি ছেড়ে বহুদিন আগেই তৃণমূলে চলে এসেছেন। পরবর্তী সময়ে সৌমিত্র-সুজাতা ডিভোর্স চেয়ে মামলা করেছেন। এখনও সেই মামলা বিচারাধীন রয়েছে। সুজাতার দাবি, সৌমিত্র ও তাঁর সম্পর্কের মধ্যে অন্য কোনও মহিলা ঢুকে পড়েছেন। যদিও এব্যাপারে সৌমিত্র খাঁ কোনও মন্তব্য করেননি।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Sougata roy criticizes soumitra khan at loksabha sesssion