Digha Jagannath Temple: দিঘায় জগন্নাথ ধামের দ্বারোদঘাটন, মমতার স্বপ্নের উদ্যোগ ঘিরে কেন এত প্রশ্ন বিরোধীদের?

Mamata Banerjee-Digha Jagannath Temple: রাজ্য সরকারের টাকায় গত ৩ বছর ধরে পূর্ব মেদিনীপুরের সৈকতনগরী দিঘায় তৈরি হয়েছে সুবিশাল জগন্নাথ মন্দির। আজ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee-Digha Jagannath Temple: রাজ্য সরকারের টাকায় গত ৩ বছর ধরে পূর্ব মেদিনীপুরের সৈকতনগরী দিঘায় তৈরি হয়েছে সুবিশাল জগন্নাথ মন্দির। আজ মন্দিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
Joyprakash Das
আপডেট করা হয়েছে
New Update
Digha Jagannath Mandir, Digha Jagannath Mandir Opening Date, Digha Jagannath Mandir Inauguration Date, Digha Jagannath Temple Pics, digha jagannath temple opening date 2025, digha jagannath temple news live , digha jagannath temple location, digha jagannath temple images, digha jagannath temple murti,দিঘা,জগন্নাথ মন্দিরের উদ্বোধন,মমতা বন্দ্যোপাধ্যায়

Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন মুখ্যমন্ত্রীর।

Digha Jagannath Temple: বহু বিতর্কের মাঝে উদ্বোধন হল দিঘার জগন্নাথ ধামের। মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে জগন্নাথ দেবের। তবে এই জগন্নাথ ধাম নির্মাণ নিয়ে সমালোচনা করতে ছাড়েনি বিরোধী পক্ষ। BJP পাল্টা কর্মসূচিও পালন করেছে। সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দিঘার নয়া জগন্নাথ ধাম নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

Advertisment

২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিজেপি বিরোধিতার মূল স্লোগান ছিল বহিরাগত। পাশাপাশি রামনবমী বা হনুমান জয়ন্তী পালন নিয়েও এই বঙ্গে বিতর্ক আছে। রাজনৈতিক মহলের বক্তব্য, এবার পাশের রাজ্য ওড়িশার পুরীর জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করা হল দিঘায়। এই ধামের নির্মাণ ব্যয় করেছে হিডকো। তা নিয়েও বিরোধিতা করতে ছাড়েনি বঙ্গ বিজেপি। 

বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, "সরকারি অর্থে মন্দির হবে কেন? কেন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করবে সরকার? এটা সরকারের কাজ নয়। সরকারের কাজ রাস্তাঘাট নির্মাণ সহ রাজ্যের উন্নয়নের দিকে নজর দেওয়া। মন্দির নির্মাণ করবে সাধারণ মানুষ।" তবে এসব বিষয়কে পাত্তা দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে জাঁকজমক করে জগন্নাথ ধামে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে। এবার সাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হবে। 

আরও পড়ুন- Chinmoykrishna Das: বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন, ৫ মাস পর স্বস্তির রায় এলেও জেলমুক্তি ঘিরে সংশয়!

Advertisment

তিন বছর ধরে দিঘার জগন্নাথ ধাম তৈরির কাজ চলেছে। সেই ধামের উদ্বোধন হল আজ, বুধবার। তিন দিন ধরে সরকারের শীর্ষস্তরের আমলা থেকে শুরু করে তৃণমূলের তারকা সাংসদ-বিধায়ক ও মন্ত্রিসভার অনেককে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় রয়েছেন। রাজ্য জুড়ে এই অনুষ্ঠান দেখানো হয়েছে LED স্ক্রিন বসিয়ে। তৃণমূল কংগ্রেস দলীয় স্তরে দিঘার জগন্নাথ ধামের উদ্বোধনের ব্যানার, ফেস্টুন লাগিয়েছে। এবার প্রশ্ন উঠছে কেন এই জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক চলছে? একটা মন্দির নির্মাণ নিয়ে লাগাতার বিরোধিতা করে আসছে কেন?

আরও পড়ুন- Kolkata Hotel fire: 'মৃত্যুপুরী' বড়বাজারের হোটেল ঋতুরাজ, ভয়াবহ বিপর্যয়ের নেপথ্যে গাফিলতির ছাপ স্পষ্ট!

বিজেপি নেতৃত্ব হিসেব কষে দেখেছে তাঁদের ভাঁড়ারে হিন্দু ভোট ছাড়া কোনও গতি নেই। রাজনৈতিক মহলের মতে, গেরুয়া শিবিরের নেতাদের বক্তব্যে স্পষ্ট, এবার তাঁরা আর কোনওভাবেই এক বা দুই শতাংশ মুসলিম ভোটেরও ধার ধারছে না। প্রবল হিন্দুত্বের ওপর ভর করে বাংলায় ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। এটা দিনের আলোর মতো স্পষ্ট। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রসের কাছে বড় চ্যালেঞ্জ হিন্দু ভোট ধরে রাখা, মনে করছে রাজনৈতিক মহল। রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস জগন্নাথ ধামের উদ্বোধন নিয়ে ব্যানার টাঙিয়েছে, স্থানীয় স্তরে পর্দায় লাইভ দেখার ব্যবস্থা করেছে। বিজেপির বিরোধিতা নিয়ে প্রশ্ন উঠতে, সাংসদ দেব বলেছেন, "এটা নির্বাচনের বছর নয়।"

Digha Jagannath Temple CM Mamata banerjee