Advertisment

Calcutta High Court: সৌরভের ১ টাকায় জমির লিজ পাওয়া অথৈ জলে! রাজ্যকে বড় নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court-Sourav Ganguly: প্রয়াগ গ্রুপের হাত থেকে বাজেয়াপ্ত করা ৭৫০ একর জমি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ১ টাকার বিনিময়ে লিজে দিয়েছিল রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
sourav ganguly,Calcutta High Court,sourav ganguly land case,সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: সৌরভ গঙ্গোপাধ্যায়কে ১ টাকায় জমির লিজ দেওয়া নিয়ে প্রশ্ন হাইকোর্টের।

sourav ganguly will not get land for 1 rupee said calcutta highcourt: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) রাজ্যের ১ টাকায় জমি লিজে দেওয়া নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ১ টাকার বিনিময়ে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন জমি দেওয়া হল তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে উচ্চ আদালত। হাইকোর্টের এই পর্যবেক্ষণের জেরে স্বাভাবিকভাবেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের জমি চুক্তি এখন বিশ বাঁও জলে। 

Advertisment

পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চন্দ্রকোনার ওই জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে লিজে দিয়েছিল রাজ্য সরকার। এবার সেই জমির ভ্যালুয়েশনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এই কাজে SEBI-কে সব রকম সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ওই জমির ভ্যালুয়েশনের পর সৌরভ গঙ্গোপাধ্যায় বা তাঁর সংস্থা যদি নিলাম প্রক্রিয়ায় অংশ নেন এবং জমির উপযুক্ত দাম দেন তবেই জমির অধিকার তাঁর হাতে আসবে। 

সেই সঙ্গে ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি এটাও স্পষ্ট করেছেন যে রাজ্যের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের হওয়া চুক্তির ব্যাপারে হস্তক্ষেপ করবে না আদালত। তবে এই জমি সহ যাবতীয় সম্পত্তির ভ্যালুয়েশন করাতেই হবে।

আরও পড়ুন- West Bengal News Live: বিরাট বিপাকে 'কালীঘাটের কাকু', ভয়েস স্যাম্পেল দিতেই হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে

Advertisment

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ফিল্ম সিটি তৈরি করার জন্য এর আগে ৭৫০ একর জমি প্রয়াগ গ্রুপকে দিয়েছিল রাজ্য সরকার। পরবর্তী সময়ে প্রয়াগ গ্রুপের নাম জড়িয়ে যায় চিটফান্ড দুর্নীতিতে। সংস্থার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন- RG Kar Case: ১৮ জানুয়ারি আরজি কর রায়, ফিরে দেখা গত ৫ মাসের দিনলিপি

বাজেয়াপ্ত করা সেই জমি সৌরভ গঙ্গোপাধ্যায়কে কারখানা গড়ার জন্য দিয়েছিল রাজ্য সরকার। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে নিজে দেওয়া সেই জমি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতেই এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে ১ টাকায় জমি লিজে দেওয়া নিয়ে প্রশ্ন তুলে দিল উচ্চ আদালত। 

আরও পড়ুন- Purba Bardhaman News: ময়ূরের ডাকে ঘুম ভাঙছে বাসিন্দাদের, জঙ্গলের জীব দিব্যি আছে লোকালয়ে

Sourav Ganguly Bangla News news of west bengal news in west bengal Bengali News Today Calcutta High Court
Advertisment