/indian-express-bangla/media/media_files/2025/01/04/4B5SOaeiXcHO2JjnJhwn.jpg)
সৌরভ গঙ্গোপাধ্যায় ও সানা গঙ্গোপাধ্যায়।
Sana Ganguly Accident Update: বরাতজোরে বড় বিপদ এড়িয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা গঙ্গোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যেয় বেহালা চৌরাস্তার কাছে ঘটে ওই দুর্ঘটনা। সৌরভ-কন্যা সানার গাড়িতে সজোরে এসে ধাক্কা মারে একটি বেপরোয়া বাস। দুটি বাসের রেষারেষির জেরেই এই বিপত্তি বলে অভিযোগ উঠেছে। বাসের ধাক্কায় সানার গাড়ির একাংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়ির ভিতরে থাকা সানার আঘাত লাগেনি। ঘটনায় তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেপরোয়া বাসটির ধাক্কায় সানার গাড়িটি উল্টে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু গাড়িচালকের নিদারুণ তৎপরতায় বড় বিপদ এড়ানো গিয়েছে। গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও দুর্ঘটনায় আঘাত লাগেনি সানার। তবে বাসের ধাক্কায় গাড়ির লুকিং গ্লাস ভেঙে গিয়েছে।
এদিকে এই দুর্ঘটনার পরপরই থানায় অভিযোগ জানানো হয় গঙ্গোপাধ্যায় পরিবারের তরফে। তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করা হয় বাসটির চালককে। বাসটিও বাজেয়াপ্ত করা হয়েছে। তবে এই দুর্ঘটনা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা সানা বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
শহর কলকাতায় এমন দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। নভেম্বর মাসেই সল্টলেক দু'নম্বর গেটের কাছে দুটি বাসের রেষারেষিতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়। রেষারেষি জেরেই মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছিল বলে দাবি ছিল স্থানীয়দের। সম্প্রতি উত্তর কলকাতার তেলেঙ্গাবাগানের কাছে দুটি বাসের রেষারেষিতে এক মহিলা মারাত্মকভাবে জখম হন। তাঁর পায়ের উপর দিয়ে উঠে যায় একটি বাসের চাকা।
আরও পড়ুন- TMC Leader Murder Case: আরও গাঢ় রহস্য! মালদার তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে ৫