South 24 Pargana News: একই রাতে তিনটি স্কুলে চুরি। স্কুলের ঘন্টা-সহ বিভিন্ন সামগ্রী, সঙ্গে বেশ কিছু টাকাও চুরি করেছে বলে অভিযোগ। এই ঘন্টা চোরকে ইতিমধ্যেই পাথরপ্রতিমা থানার পুলিশ গ্রেফতার করে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের, দেবী চক জুনিয়র হাই স্কুল, দেবীর চক অ:প্রা: বিদ্যালয় ও যোগীন্দ্রপুর অ: প্রা: বিদ্যালয়ের।
স্কুলের শিক্ষক সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে চিৎকার চেঁচামেচি শুনে তাঁরা বেরিয়ে পড়েন। দেখতে পান, পাড়ার সাহসী এক যুবক অভিযুক্তকে দেখে চোর চোর বলে চিৎকার করেন। দৌড়ে এসে চোরকে ধরার পরে তাঁর কাছে ব্যাগের মধ্যে থেকে বেরিয়ে আসে তিনটি স্কুলের ঘন্টা। তখনই পাথরপ্রতিমা থানায় খবর দিলে পুলিশ এসে ঘন্টা চোরকে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন নিকাশি ড্রেন তৈরি নিয়ে দুই প্রতিবেশীর ঝামেলা, বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি, চাঞ্চল্য বারুইপুরে
চোর ধরার যুবকের বক্তব্য থেকে পাওয়া যায়, তিনি রাতের দিকে যখন নাটকের রিহার্সাল থেকে বাড়ি ফিরছিলেন, তখন হঠাৎ করে স্কুলের মধ্যে লাইট জ্বলতে দেখে তাঁর সন্দেহ হয়। সেখানে গিয়ে বুঝতে পারেন স্কুলে চুরি হচ্ছে। চোর বুঝতে পেরে দৌড় মারে, চোরের হাতে ছিল লোহার শাবল। চোর তাঁর দিকে তেড়ে এলে তিনি চিৎকার শুরু করেন। চোর তখন মাঠের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে। আর চোরের পিছনে সেই যুবক ধাওয়া করে। শেষ পর্যন্ত ধরা পড়ে চোর।
আরও পড়ুন চূড়ান্ত অমানবিকতায় গর্জে উঠলেন সকলে! কলকাতার নাকের ডগায় হাড়হিম ঘটনা
ধরা পড়ার পরে বেরিয়ে আসে চোর একটি নয় দুটি নয়, তিনটি স্কুল চুরি করেছে। তবে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ এসে পড়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছে শিক্ষকরা। স্কুলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পাথরপ্রতিমা থানার পুলিশ।