Train Cancellation: একটানা ১৯ দিনের ভোগান্তি, দফায়-দফায় ২০০-র বেশি লোকাল ট্রেন বাতিল

South Eastern Railway: একটানা এবার ১৯ দিনের জন্য দফায়-দফায় দু'শোরও বেশি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। বাতিল থাকবে একাধিক দূরপাল্লার ট্রেনও। চূড়ান্ত যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

South Eastern Railway: একটানা এবার ১৯ দিনের জন্য দফায়-দফায় দু'শোরও বেশি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। বাতিল থাকবে একাধিক দূরপাল্লার ট্রেনও। চূড়ান্ত যাত্রী দুর্ভোগের আশঙ্কা।

author-image
IE Bangla Web Desk
New Update
eastern rail, rail, eastern railway, kolkata, sealdah division,howrah division,পূর্বরেল, রেল, কলকাতা, হাওড়া ডিভিশন,শিয়ালদহ ডিভিশন

Train Cancellation: প্রতীকী ছবি।

Local train cancelled:দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর ডিভিশনে আগামী ১৯ দিনের জন্য বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। সাঁতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ এবং সিগন্যাল ব্যবস্থার উন্নয়নের কাজের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ ৩০ এপ্রিল থেকে আগামী ১৮ মে পর্যন্ত একটানা ১৯ দিন ধরে হাওড়া-খড়গপুর ডিভিশনে ২০০-রও বেশি লোকাল ট্রেন এবং বহু দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। শুধু ট্রেন বাতিলই নয়, একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও বহু ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে।

Advertisment

বাতিল হওয়া ট্রেনের বিবরণ:

লোকাল ট্রেন: মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

- ১৭ মে সবচেয়ে বেশি ৫৮টি লোকাল ট্রেন বাতিল হবে।
- ১১ মে ৩৬টি, ৩ মে ২১টি, ৭ মে ১৯টি, এবং ১৮ মে ৩২টি বাতিল হবে।
- ১২-১৪ মে পরিষেবা স্বাভাবিক থাকবে।

Advertisment

দূরপাল্লার ট্রেন: অন্তত ২৭টি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে।

  • রূপসী বাংলা এক্সপ্রেস: ৫, ১৭ ও ১৮ মে।
    - শতাব্দী এক্সপ্রেস: ১১ মে।
    - হাওড়া-পুরি এক্সপ্রেস: ১১ ও ১৭ মে।
    - ধৌলি এক্সপ্রেস: ১৭ ও ১৮ মে।
    - তাম্রলিপ্ত এক্সপ্রেস: ১১ ও ১৮ মে।
    - কাণ্ডারী এক্সপ্রেস: একাধিক দিন বাতিল।

আরও পড়ুন- Hotel Fire Kolkata: পালিয়েও হল না শেষ রক্ষা! বড়বাজারের হোটেল ঋতুরাজের মালিক-ম্যানেজার গ্রেফতার

যাত্রাপথ পরিবর্তন:

অনেক ট্রেন হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে চলবে। যাত্রীদের রেলের ওয়েবসাইট ও অ্যাপে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।এই আধুনিকীকরণ ভবিষ্যতে পরিষেবা উন্নত করতে সাহায্য করবে, তবে যাত্রীদের জন্য সাময়িক অসুবিধা হতে পারে।রেলপথ সংস্কারই হোক বা স্টেশনের আধুনিকীকরণের কাজ, এর আগেও একাধিকবার একটানা এভাবেই লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে রেলের বিভিন্ন ডিভিশনে। স্বভাবতই এবার খড়গপুর-হাওড়া ডিভিশনে একটানা ১৯ দিন ধরে একসঙ্গে বিপুল সংখ্যক ট্রেন বাতিল থাকার জেরে যাত্রী হয়রানি যে চরমে পৌঁছোবে তার আশঙ্কা থাকছেই।  

আরও পড়ুন- Dilip Ghosh: 'মমতা ব্যানার্জির আঁচলের তলায় থেকে নেতা হয়েছে', তিরিক্ষি মেজাজ দিলীপের, নিশানায় কে?

Kharagpur Howrah Division train cancell