Hotel Fire Kolkata: পালিয়েও হল না শেষ রক্ষা! বড়বাজারের হোটেল ঋতুরাজের মালিক-ম্যানেজার গ্রেফতার

Kolkata Hotel Fire: অক্ষয় তৃতীয়ার আগের রাতে শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড প্রাণ কেড়ে নিয়েছিল ১৪ জনের। বড়বাজারের মেছুয়া ফলপট্টির কাছে হোটেল ঋতুরাজে আগুন লেগে গিয়েছিল।

Kolkata Hotel Fire: অক্ষয় তৃতীয়ার আগের রাতে শহর কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড প্রাণ কেড়ে নিয়েছিল ১৪ জনের। বড়বাজারের মেছুয়া ফলপট্টির কাছে হোটেল ঋতুরাজে আগুন লেগে গিয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Burrabazar,  Hotel Rituraj  ,Fire Incident  ,14 Dead in Fire,  Hotel Fire Kolkata,  Owner Arrested  ,Manager Arrested  ,Fire Tragedy,  Fire Accident  ,Kolkata Hotel Fire,  Fatal Fire Kolkata,  Fire Safety Violation,বড়বাজার  ,হোটেল ঋতুরাজ,  অগ্নিকাণ্ড,  অগ্নিকাণ্ডে মৃত্যু  ,১৪ জনের মৃত্যু,  মালিক গ্রেফতার  ,ম্যানেজার গ্রেফতার

Kolkata Hotel Fire: কলকাতায় হোটেল অগ্নিকাণ্ড। অবশেষে হোটেলমালিক ও ম্যানেজার গ্রেফতার।

14 Dead in Fire: অবশেষে বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ঋতুরাজ হোটেলের মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ। গতকালই হোটেলের মালিক ও অন্য আধিকারিকদের খোঁজে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল কলকাতা পুলিশের বিশেষ দল। শেষমেশ হোটেলের মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হয়েছেন হোটেল মালিক আকাশ চাওলা এবং ওই হোটেলের ম্যানেজার গৌরব কপুর।

Advertisment

কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টির কাছে হোটেল ঋতুরাজে অক্ষয় তৃতীয়ার আগের দিন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ৬ তলা ওই হোটেলে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের পর কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল গোটা হোটেলটি। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। প্রাণভয়ে হোটেলের কার্নিশ থেকে নিচে লাফ দিয়ে পড়েছিলেন একজন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তিকেও মৃত বলে ঘোষণা করা হয়েছিল।

মঙ্গলবার রাত ৮ টা ১৫ নাগাদ মেছুয়া ফলপট্টির কাছে হোটেল ঋতুরাজে আগুন লেগে যায়। খবর পেয়ে পরপর একে একে ঘটনাস্থলে ছুটে গিয়েছিল দমকলের ১০ ইঞ্জিন। গিয়েছিলেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরাও। ওই হোটেল থেকেই পরবর্তী সময়ে উদ্ধার করা হয় পরপর নিথর মৃতদেহ।

আরও পড়ুন- Kolkata Weather Update today: তুমুল বৃষ্টির দোসর আজ কালবৈশাখী! দুপুর গড়ালেই জোরালো দুর্যোগ কোন কোন জেলায়?

Advertisment

হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। বুধবার ঘটনাস্থলে গিয়ে দমকলের ডিজি জানিয়েছেন, ওই হোটেলের ফায়ার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৩ বছর আগেই। তারপর সেই লাইসেন্স আর নতুন করে নবীকরণ করায়নি হোটেল কর্তৃপক্ষ। তদন্তে জানা গিয়েছে, অগ্নি নির্বাপক ব্যবস্থা হোটেলে থাকলেও অগ্নিকাণ্ডের সময় সেটি কাজ করেনি। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, ওই হোটেলে আদৌ অগ্নি নির্বাপক ব্যবস্থা কার্যকর ছিল না। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় হোটেলের ফায়ার অ্যালার্ম বেজে ওঠেনি।

আরও পড়ুন- Dilip Ghosh: 'মমতা ব্যানার্জির আঁচলের তলায় থেকে নেতা হয়েছে', তিরিক্ষি মেজাজ দিলীপের, নিশানায় কে?

হোটেল কর্তৃপক্ষের চূড়ান্ত এই উদাসীনতার কারণেই এতগুলি প্রাণ চলে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল দমকল। অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। সিট গঠন করে ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। তদন্তে নেমে গতকালই কলকাতা পুলিশের বিশেষ দল একাধিক জায়গায় হানা দিয়েছিল। শেষমেশ ঋতুরাজ হোটেলের এক মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন- Kolkata News Live Update: ফের আগুন কলকাতায়, সাতসকালে শহরের অভিজাত এলাকায় রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড

Arrested kolkata Burrabazar fire tragedy