/indian-express-bangla/media/media_files/2025/03/01/Zv3T7W88QGAAG2iL690o.jpg)
News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
খাস কলকাতায় কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপাড়। দক্ষিণ কলকাতার একটি ল কলেজে গত বুধবার এই গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নির্যাতিতা ছাত্রীকে ওই দিন সন্ধ্যায় কলেজের একটি অনুষ্ঠানে ডেকে পাঠানো হয়েছিল। গত ২৫ জুন সন্ধ্যায় দক্ষিণ কলকাতার ওই কলেজে ছাত্রীটি গেলে তিনজন মিলে তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ।
কলেজের এক প্রাক্তনী মনোজিৎ মিশ্র-সহ অন্য কলেজের দুই পড়ুয়া ওই ছাত্রীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ। কলেজের গার্ড রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই রাতেই নির্যাতিতা ছাত্রী কসবা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রীতিমতো তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ আরও দুই কলেজ পড়ুয়াকে। মনোজিৎ মিশ্র আলিপুর আদালতের আইনজীবী বলে জানা গিয়েছে, গণধর্ষণের ঘটনায় তিনিই প্রধান অভিযুক্ত। গণধর্ষণে অভিযুক্ত বাকি দুই পড়ুয়া ওই ল কলেজেরই তৃতীয় সেমিস্টারের ছাত্র বলে জানা গিয়েছে।
কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের মতো চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। কলেজে কোনও অনুষ্ঠান হলে স্বাভাবিকভাবেই কলেজ কর্তৃপক্ষের হাজির থাকার কথা। কলেজে যখন নক্কারজনক এই ঘটছে তখন তাঁরা কোথায় ছিলেন?
এই নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, ঘটনার সময় কলেজের নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? তাঁদের ভূমিকাই বা কী ছিল? তা নিয়েও উঠেছে বড়সড় প্রশ্ন। আপাতত অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করে দফায় দফায় জেরা পুলিশের। আজই আলিপুর আদালতে তুলে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।