/indian-express-bangla/media/media_files/thPe3PD6oWKJjji0JGUH.jpg)
প্রিন্সেপ ঘাট স্টেশনে কাজে মগ্ন মহিলা রেলকর্মীরা।
Sealdah Division-Princep Ghat Station: রেলের মহিলা কর্মীরা নিদারুণ দক্ষতার সঙ্গে একটি রেল স্টেশনের দায়িত্ব সামলাচ্ছেন। প্রিন্সেপ ঘাট স্টেশনটির পরিচালনায় রয়েছেন রেলের মহিলা কর্মীরাই। ২০২০ সালের ৬ মার্চ থেকে এই প্রিন্সেপ ঘাট স্টেশনটিই শিয়ালদহ ডিভিশনের প্রথম মহিলা পরিচালিত রেল স্টেশন হিসেবে আত্মপ্রকাশ করে। রেলের তরফে বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
রেলের তরফে দেওয়া বিবৃতি:
স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, পোর্টার এবং স্যানিটেশন কর্মী সহ স্টেশনের সব কর্মী এখানে মহিলা। এই মাইলফলকটি নারীর ক্ষমতায়ন ও সুরক্ষার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানকার নিরাপত্তায় টহলদারি এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সহ প্রিন্সেপ ঘাট স্টেশনে নিরাপত্তা একটি শীর্ষ অগ্রাধিকার। এই পদক্ষেপগুলি মহিলা যাত্রীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। সুরক্ষার বাইরেও এই উদ্যোগটি রেল পরিচালন, নিয়োগ অভিযান এবং লিঙ্গ-সংবেদনশীল পরিকাঠামো উন্নয়নের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নকে উৎসাহিত করে।
প্রিন্সেপ ঘাট স্টেশন আরও অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্রকে উৎসাহিত করছে। প্রিন্সেপ ঘাট স্টেশনের মহিলাকর্মীদের দল রেল পরিচালনার সমস্ত দিক পরিচালনা করার জন্য তৈরি করা হয়ছে। ট্রেন পরিচালনা এবং কাজের শিফট পরিচালনা থেকে শুরু করে ব্যতিক্রমী যাত্রী পরিষেবা প্রদান এবং পরিচ্ছন্নতা ও স্যানিটেশন বজায় রাখা পর্যন্ত মহিলারাই নেতৃত্ব দিচ্ছেন।
আরও পড়ুন- Mamata Banerjee: 'DVC-র জলে ডুবছে বাংলা', তিতিবিরক্ত মমতা চিঠিতে কী লিখলেন মোদীকে
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "আমাদের সমাজ গঠনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এই উদ্যোগ তাঁদের সক্ষমতার প্রমাণ। আমরা বিশ্বাস করি যে মহিলাদের ক্ষমতায়ন এবং তাদের একটি নিরাপদ কর্মক্ষেত্র প্রদানের ফলে আরও অন্তর্ভুক্তিমূলক এবং নিরাপদ সম্প্রদায় গড়ে ওঠে।"