railway ticket inspection Rath Yatra: রথযাত্রা উপলক্ষে পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ সম্প্রতি শ্রীরামপুর এবং রিষড়া স্টেশনে একটি বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করেছিল। বিনা টিকিটে যাত্রা রুখতে এবং বৈধ যাত্রীদের রেলপথ মসৃণ একটি পরিষেবা উপহার দিতেই রেলের এই তৎপরতা।
রেলের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, হাওড়ার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী রাহুল রঞ্জনের সার্বিক নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছিল এবং সহকারী কমার্শিয়াল ম্যানেজার (এইচসি) এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়েছিল। ১৯ জন টিকিট পরীক্ষক, ২ জন পরিদর্শক এবং ২ জন আরপিএফ কর্মীর সমন্বয়ে তৈরি বিশেষ একটি দল এই অভিযানে ছিল।
বিনা টিকিটে যাত্রার ২৮৬টি ঘটনা সহ মোট ৩২৮টি টিকিট অনিয়মের ঘটনা শনাক্ত করা হয়েছিল। এই অভিযানের ফলে ভাড়া এবং জরিমানা আদায়ের পরিমাণ ১,৪৬,৯৬৫ টাকা আদায় করা হয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live Updates: ভারত-পাক সীমান্তে 'বিরাট কাণ্ড'! বালিতে পোঁতা ছিল কাদের পচাগলা দেহ জানেন?
তবে শুধু রেলের হাওড়া ডিভিশনেই নয়, প্রায় সময় রেলের বিভিন্ন শাখায় এই ধরনের অভিযান চলে। বিনা টিকিটে যাত্রা রোধে প্রায়শই রেল এমন অভিযান চালায়। এক্ষেত্রে একদিকে যেমন বৈধ যাত্রীরা রেলপথে একটি মসৃণ পরিষেবার সুযোগ পান, ঠিক তেমনই কোনও কোনও সময় ভাঁড়ার উপচে আয় বাড়ে রেলের। রেলের তরফে জানানো হয়েছে আগামী দিনেও এমন অভিযান আরও চলবে।
আরও পড়ুন- Calcutta High Court: সন্দেশখালিতে তিন BJP কর্মী খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের