special window for madhyamik 2025 candidates: একেবারে শেষ মুহূর্তে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থীদের নাম নথিভুক্ত করার জন্য অভূতপূর্ব তৎপরতা মধ্যশিক্ষা পর্ষদের। আজ সোমবার ৬ জানুয়ারি সকাল ১১ টা থেকে আগামিকাল মঙ্গলবার ৭ জনুয়ারি সকাল ১১টা পর্যন্ত অনলাইনে স্পেশাল উইন্ডো চালু থাকছে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার দারুণ এক তৎপরতা নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের নাম নথিভুক্তকরণের ক্ষেত্রে সমস্যা নিরসনে চালু বিশেষ পোর্টাল। এই বিশেষ পোর্টালের মাধ্যমে লেট ফি দিয়ে অনলাইনে মাধ্যমিক পরীক্ষায় বসার ক্ষেত্রে নাম নথিভুক্ত করতে পারবেন পরীক্ষার্থীরা।
তবে এরপর আর নতুন করে মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করার সুযোগ পাবে না পরীক্ষার্থীরা। আজ অর্থাৎ সোমবার সকাল ১১ টা থেকে মঙ্গলবার ৭ জানুয়ারি সকাল ১১ টা পর্যন্ত অনলাইনে স্পেশাল উইন্ডো চালু থাকবে। এই স্পেশাল উইন্ডোয় গিয়ে শেষ মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের নাম নথিভুক্ত করার সুযোগ পাবে।
আরও পড়ুন- West Bengal News Live: ভিড়ে ঢুকে পড়তে পারে জঙ্গিরা, গঙ্গাসাগর মেলার সুরক্ষায় সেনাবাহিনীও, আজ যাচ্ছেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, চলতি বছর আগামি ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে আগামী ২২ ফেব্রুয়ারি শেষ এ বছরের মাধ্যমিক পরীক্ষা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি হবে বাংলা, দ্বিতীয় দিন ১১ ফেব্রুয়ারি হবে ইংরেজি পরীক্ষা, ১৫ ফেব্রুয়ারি হবে অঙ্ক পরীক্ষা, চতুর্থ দিনে ১৭ ফেব্রুয়ারি ইতিহাস, ১৮ ফেব্রুয়ারি ভূগোল, ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, ২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান একেবারে শেষ দিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি অপশনাল বা ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।
আরও পড়ুন- West Bengal Weather: আজ থেকেই বৃষ্টি কোন কোন জেলায়? আরও তীব্র হবে শীত, জেনে নিন দিনক্ষণ