/indian-express-bangla/media/media_files/2025/10/22/hospital-2025-10-22-17-59-29.jpg)
Baby theft: সরকারি হাসপাতাল থেকে সদ্যোজাত চুরির চেষ্টা।
এক সদ্যোজাতকে সরকারি হাসপাতাল থেকে নিয়ে চুরি করে পালানোর চেষ্টা, হাতেনাতে ধরে ফেলল পুলিশ। হুগলির শ্রীরামপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। গত বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুড়মি প্রসব যন্ত্রণা নিয়ে শ্রীরামপুর মহকুমা (ওয়ালশ) হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
বৃহস্পতিবার সিজার করে একটি কন্যা সন্তান হয় তাঁর। আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ তাঁর ছুটি হয়। বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোকজন। সেই সময়ে কালো বোরখা পরে এক মহিলা এসে বলে তারও নাতি হয়েছে। তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে। এরপরই কোলে নিতে ইচ্ছে করছে বলে মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে পালিয়ে যান ওই মহিলা।
আরও পড়ুন- কালীপুজো মিটতেই ফের 'সুপার অ্যাকশন' মোডে ED, রাজ্যের ডাকাবুকো মন্ত্রীকে 'জরুরি তলব'!
এদিকে, এই খবর পেয়েই তৎপর হয় শ্রীরামপুর থানার পুলিশ। হাসপাতালের সিসিটিভি চেক করলে দেখা যায় ওই মহিলা শিশু কোলে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছেন। খবর পেয়েই হাসপাতালে পৌঁছান শ্রীরামপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ সুখময় চক্রবর্তী সহ চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা। শহর জুড়ে নাকা চেকিং শুরু করে পুলিশ।
আরও পড়ুন- Malda News:কালীপুজোর মেলায় চটুল নাচ ও জুয়ার আসর, পুলিশি হস্তক্ষেপে তুলকালাম!
কিছুক্ষণের মধ্যেই শ্রীরামপুর জিটি রোডের ওপর নওগাঁ মোড়ে মহিলাকে আটক করে পুলিশ। শিশু উদ্ধারে হাঁফ ছাড়ে পুলিশ ও পরিবার। তবে এই ঘটনার সমাপ্ত মধুর ভাবে হলেও ফের একবার সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।
এদিকে, ঘন্টা খানেকের মধ্যে তৎপরতার সঙ্গে চুরি হওয়া শিশু উদ্ধার ও শিশু চোরকে আটক করার পুরস্কার স্বরূপ ট্রাফিক সাব ইন্সপেক্টর পিন্টু নন্দী ও তার টিমকে চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি ব্যাক্তিগত ভাবে ১০ হাজার টাকা পুরষ্কৃত করেন।
আরও পড়ুন-Bengali sweets: রসগোল্লা থেকে মোয়া, বাংলার মিষ্টির মাধুর্যে জড়িয়ে স্বর্ণালী এক ইতিহাস!
ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস শ্রীরামপুর থানায় এস আই পিন্টু নন্দীর হাতে সেই পুরস্কার তুলে দেন।পরবর্তী সময়ে চন্দননগর পুলিশের পক্ষ থেকে এই ট্রাফিক পুলিশের টিমকে পুরস্কৃত করা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us