West Bengal SSC recruitment scam news-Sourav Ganguly: নববর্ষে মন ভালো নেই ওঁদের। মনে একরাশ দুঃখ নিয়েই বর্ষবরণের রাতে কলকাতার রাজপথে চাকরি ফেরতের দাবিতে হাঁটলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিরা এদিন পৌঁছে গিয়েছিলেন বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতেও। নবান্ন অভিযান (Nabanna Abhijan) করবেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। সেই কর্মসূচিতে মহারাজকেও পাশে চান তাঁরা।
নববর্ষেও চাকরি ফেরানোর দাবিতে পথে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারীরা। সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি হারিয়েছেন এরাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী। স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর ২০১৬ সালের পুরো নিয়োগ প্যানেলই বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। এই একই নির্দেশ আগেই কলকাতা হাইকোর্টও (Calcutta High Court) দিয়েছিল। সেই নির্দেশই বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।
এদিকে, চাকরি ফেরানোর দাবিতে কলকাতা সহ জেলায়-জেলায় পথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। ইতিমধ্যেই সরকারের সঙ্গে তাঁদের কয়েক দফায় আলোচনাও হয়েছে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের নামের তালিকা প্রকাশ করবে। চাকরিহারাদের পাশে রাজ্য সরকার সর্বোতভাবে আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। SSC কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা চেয়েছে রাজ্য সরকার। শীর্ষ আদালতে রিভিউ পিটিশন জমা দেবে রাজ্য।
আরও পড়ুন- Murshidabad Violence: মুর্শিদাবাদে বাবা-ছেলেকে হত্যায় ধৃত ২, খুনের পর দু'জনেরই ছিল 'মারাত্মক প্ল্যান'!
তবে কিছুতেই যেন স্বস্তি পাচ্ছেন না চাকরিহারারা। তাই আজ পয়লা বৈশাখে (Poila Boisakh) রাজপথে চাকরি ফেরতের দাবিতে ফের সোচ্চার হয়েছেন শিক্ষক-শিক্ষিকারা। কলকাতার ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করে মানববন্ধন করেছেন চাকরিহারারা। অনেকের হাতেই এদিন দেখা গিয়েছে নতুন বছরকে বরণ করে নেওয়ার প্ল্যাকার্ড। তবে সেই প্ল্যাকার্ডে 'শুভ' কথাটি লিখেও কেটে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- Adhir Chowdhury: 'মুর্শিদাবাদ আফগানিস্তান নয়..', মমতাকে পদ্মা-পাড়ে কবিতা লেখার আমন্ত্রণ অধীরের
চাকরি হারানো শিক্ষকরা জানিয়েছেন, বাংলার নতুন বছর শুরুর এই লগ্ন তাঁদের কাছে 'শুভ' নয়। এদিন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ওই চ্যানেলে মানববন্ধন করেছেন চাকরিহারারা। বাঁকুড়াতেও দেখা গিয়েছে এক ছবি। সেখানেও মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চাকরি ফেরতের দাবিতে পথে নেমেছেন শিক্ষক-শিক্ষিকারা।
আরও পড়ুন- Purba Bardhaman News: এই মহতী প্রয়াসের সব প্রশংসাই যেন কম পড়ে! শিক্ষকের এমন উদ্যোগ সত্যিই বিরল
চাকরি ফেরতের দাবিতে নবান্ন অভিযানের পরিকল্পনা করেছেন চাকরিহারা ঐক্যমঞ্চের সদস্যরা। মঙ্গলবার সন্ধেয় চাকরিহারা ঐক্যমঞ্চের ৩ সদস্যের একটি দল পৌঁছে গিয়েছিলেন বেহালায় প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। চাকরি ফেরতের দাবিতে নবান্ন অভিযান করবেন তাঁরা। সেই অভিযানে মহারাজকেও সামিল থাকার অনুরোধ জানিয়েছেন তাঁরা। যদিও চাকরিহারাদের সেই দাবিতে সৌরভ আদৌ সাড়া দেবেন কিনা তা স্পষ্ট নয়। সৌরভ গঙ্গোপাধ্যায় কিংবা তাঁর ঘনিষ্ঠদের তরফেও এই ব্যাপারে কিছু জানানো হয়নি।