স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হল। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দে'র এজলাসে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীদের বক্তব্য, SSC-এর নয়া নিয়োগ প্রক্রিয়ার গোটাটাই বেআইনি। শিক্ষকতার চাকরিতে অতিরিক্ত ১০ নম্বর কেন দেওয়া হবে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী।
স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র নয়া নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে এবার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হল। গতকাল কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল 'অযোগ্য'রা নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু বয়সের তারতম্য বা অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার বিষয়টিতে আদালত হস্তক্ষেপ করেনি।
আজ বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। তাঁদের বক্তব্য, এসএসসি-র নয়া নিয়োগ প্রক্রিয়ার গোটাটাই বেআইনি। পাশাপাশি অতিরিক্ত ১০ নম্বরের বিষয়টিও অবিলম্বে বাদ দিতে হবে। অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হলে অনেকেই বঞ্চিত হবেন বলে তাঁদের আশঙ্কা। বয়সের ছাড়ের বিষয়টিও বাতিলের দাবিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা।
আরও পড়ুন- West Bengal News live updates: 'আদি-নব্যদের নিয়েই চলতে হবে', বার্তা দিলীপের, বিকেলেই শমীকের সঙ্গে সাক্ষাৎ
চাকরিপ্রার্থীদের বক্তব্য, নিয়োগ সঠিকভাবে না হওয়ার জন্যই ২০১৬ সালের SSC-এর আগের গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছিল। সেই শিক্ষকদের জন্য কেন অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হবে? মামলাকারীদের দাবি, অতিরিক্ত ১০ নম্বর দেওয়া হলে ওয়েটিং লিস্টে থাকারা বা বঞ্চিত চাকরিপ্রার্থীরা আর সুযোগ পাবেন না। মঙ্গলবার গোটা বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী ফিরদৌস শামিম। মামলাটি করার অনুমতি মিলেছে এবং চলতি সপ্তাহেই আদালতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Sonarpur College: কলেজে বসে সিগারেটে 'সুখটান' তৃণমূলের 'তাজা নেতা'র, মাথা টিপছেন ছাত্রী, ভিডিও ভাইরাল