/indian-express-bangla/media/media_files/2025/04/23/3fUb3Sx8ibTZL2TWktUN.jpeg)
'পাক অধিকৃত কাশ্মীর এখনই দখল করুক ভারত', বাংলা থেকেই উঠল আওয়াজ!
West Bengal News Highlights: কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের উপর আকস্মিক জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ জনের পরিবার শোকে নিমজ্জিত। তাদের পরিবারকে সমবেদনা জানিয়ে আজ সন্ধ্যায় বহরমপুরের কংগ্রেস পার্টি অফিস থেকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। এই মোমবাতি মিছিলে বহু কংগ্রেস কর্মী সমর্থক সহ অধীর চৌধুরী নিজেও মোমবাতি হাতে নিয়ে হাটলেন। তিনি জানালেন এই দুর্দিনে পরিবারে পাশে শুধু দাড়ানোই নয় এই ঘটনার প্রতিশোধ নেওয়ার কথা জানালেন।
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় সোচ্চার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, "যখন উগ্রপন্থীরা কোনো বিভেদ করে না হিন্দুদের মধ্যে, তখন আমরা কেনো জাত-পাত, ভাষা, আঞ্চলিক জাত্যভিমান, প্রাদেশিক পরিচিতি, খাদ্যাভ্যাস, সংস্কার, সংস্কৃতি, উদারপন্থা, মধ্যপন্থা, দক্ষিণপন্থা ইত্যাদি শ্রেণীতে বিভক্ত থাকবো?সময় এসেছে বোঝার:-নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান,মুছে ফেলো সীমারেখা, সব ব্যবধান, উপলব্ধি করো সব হিন্দুরাই এক সমান।পহেলগাঁওয়ের উপত্যকায় কোনো বাঙালি, ওড়িয়া, মারাঠী, কন্নড়, হরিয়ানভি, তামিল, মালায়ালি... কে হত্যা করা হয়নি। হত্যা করা হয়েছে হিন্দুদের।কাশ্মীর, পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ, একটাই লক্ষ্য; হিন্দুদের বেছে বেছে করতে হবে শেষ।যখন হিন্দুদের বিরুদ্ধে শত অপকর্ম,তখন ধর্মই হোক আমাদের একমাত্র বর্ম।সময় এসেছে বোঝার তাই,ভণিতা ছেড়ে বলো.. 'হিন্দু হিন্দু ভাই ভাই।"
অবশেষে ২ দিনের মাথায় ঘেরাওমুক্ত SSC-র চেয়ারম্যান। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজই সশরীরে তাঁর হাজিরা দেওয়ার কথা রয়েছে। সেই কারণেই শর্তসাপেক্ষে SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে এসএসসি ভবন থেকে বেরোতে দিয়েছেন বিক্ষোভরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। গত ২ দিন ধরে ঘেরাও ছিলেন SSC চেয়ারম্যান। তবে চেয়ারম্যান ঘেরাওমুক্ত হলেও দাবি আদায়ে SSC ভবনের সামনে অবস্থান বিক্ষোভ তাঁরা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন চাকরিহারারা। গতকালই কারা স্কুলে যেতে পারবেন, তার একটা নামের তালিকা জেলায়-জেলায় DI অফিসগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বুধবার সংবাদমাধ্যমে বিক্ষোভরত এক চাকরিহারা শিক্ষক বলেন, "DI অফিসে ১৫ হাজারেরও বেশি যোগ্যদের তালিকা পাঠানো আছে। সেখানে কারা আছেন, সেই তালিকায় অযোগ্যরা ঢুকে গেলেন কিনা সেটা আমরা দেখব। চেয়রম্যানকে ওই মামলার জন্যই ছাড়া হয়েছে। আমাদের দাবিগুলি একই থাকছে। আমাদের এখানকার আন্দোলন ধর্না-চলছে।"
-
Apr 23, 2025 15:08 IST
West Bengal News Live: জঙ্গি হামলায় সন্দেহভাজনদের ছবি প্রকাশ
পহেলগাঁওয়ে হামলায় যুক্ত সন্দেহভাজন জঙ্গিদের একটি ছবি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই নারকীয় এই হামলার দায় স্বীকার করেছে 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (TRF), যা পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন। তাদের মতে, কাশ্মীরে বহিরাগতদের বসবাসের মাধ্যমে জনসংখ্যার পরিবর্তন ঘটানোর প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।
Pahelgam terror attack: সন্দেহভাজন জঙ্গিদের ছবি প্রকাশ। -
Apr 23, 2025 15:04 IST
West Bengal News Live: ধর্মীয় পরিচয় জেনে গুলি?
একটি সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, পহেলগাঁওয়ে পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে খুন করেছে জঙ্গিরা। ওই সূত্রটি জানিয়েছে, “প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন যে কিছু পর্যটককে হত্যার আগে তাদের পোশাক খুলে ফেলতে বলা হয়েছিল। পুলিশ এই দাবিগুলি যাচাই করছে।”
বিস্তারিত পড়ুন- Pahalgam terror attack: পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কান্নার রোল বাংলায়! ধর্মীয় পরিচয় জেনে গুলি? বিস্ফোরক দাবি সূত্রের
-
Apr 23, 2025 15:02 IST
West Bengal News Live: স্ত্রী-সন্তানদের সামনেই গুলিতে ঝাঁঝরা ৩ বাঙালি!
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। গতকাল বিকেল আনুমানিক ২টা ৫০ মিনিট নাগাদ, ৪-৬ অস্ত্রধারী জঙ্গি পর্যটকদের ওপর নির্বিচারে গুলি চালায়। তারা মূলত হিন্দু পর্যটকদেরই নিশানা করেছিল। মুসলিম ও অমুসলিমদের আলাদা করতে পর্যটকদের ধর্মীয় পরিচয়ও যাচাই করে জঙ্গিরা। নিহতদের তালিকায় রয়েছেন ৩ বাঙালি পর্যটক।
বিস্তারিত পড়ুন- pahalgam attack: স্ত্রী-সন্তানদের সামনেই গুলিতে ঝাঁঝরা! পহেলগাঁওয়ে জঙ্গি নিশানায় ভ্রমণপ্রিয় ৩ বাঙালি পর্যটক
-
Apr 23, 2025 15:00 IST
West Bengal News Live: ৪ হামলাকারীর মধ্যে ১ জন চিহ্নিত
জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ২৫ জন পর্যটক এবং উপত্যকার এক বাসিন্দাও নিহত হয়েছেন। সারকীয় কাণ্ডের একদিন পর, বুধবার একটি কেন্দ্রীয় সংস্থার সূত্র জানিয়েছে, একজন আক্রমণকারীর নাম আদিল, যিনি স্থানীয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার ছিলেন এবং সম্প্রতি পাকিস্তান থেকে ফিরে এসেছিল সে। স্থানীয়রা তাকে দেখতে পেয়েছেন। নারকীয় হত্যাকাণ্ডে যুক্ত আরও একজন স্থানীয় আক্রমণকারীকেও শনাক্ত করা হয়েছে। তবে কেন্দ্রীয় সংস্থাগুলি স্থানীয় পুলিশের সহায়তায় আরও স্পষ্টতা পাওয়ার চেষ্টা করছে।
বিস্তারিত পড়ুন- Pahalgam terror attack:পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, ৪ হামলাকারীর মধ্যে ১ জন চিহ্নিত, ঘটনাস্থলে NIA
-
Apr 23, 2025 10:31 IST
West Bengal News Live:মুখ্যমন্ত্রীকে তুলোধনা দিলীপের
আবারও দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। SSC-এর চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরামর্শ নিয়েই বুধবার তাঁকে তুমুল কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন BJP নেতা। সেই সঙ্গে কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়েও কড়া প্রতিক্রিয়া দিয়েছেন গেরুয়া দলের প্রাক্তন সাংসদ।
বিস্তারিত পড়ুন- Dilip Ghosh: 'কেন বেগার খাটতে যাবেন?', চাকরিহারাদের বললেন দিলীপ, মুখ্যমন্ত্রীকে তুলোধনা
-
Apr 23, 2025 09:52 IST
West Bengal News Live:তাপপ্রবাহের সর্তকতা ৩ জেলায়
দহনজ্বালা থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গে। ভ্যাপসা গরমে অস্বস্তি এবার আরও বাড়বে জেলায়-জেলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহেরও সর্তকতা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি-সুখের সম্ভাবনা আপাতত এখনই নেই। তবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আগামী কয়েকদিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি ফের কবে? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
বিস্তারিত পড়ুন- Kolkata Weather Update today: জ্বালাপোড়া গরম দক্ষিণবঙ্গে, তাপপ্রবাহের সর্তকতা ৩ জেলায়, স্বস্তির বৃষ্টি কবে?
-
Apr 23, 2025 09:50 IST
West Bengal News Live: কাশ্মীরে জঙ্গি হামলা, নিহত বাংলার ৩ পর্যটক
জম্মু-কাশ্মীরের পাহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলায় নিহত পর্যটকদের মধ্যে রয়েছেন ৩ বাঙালি। জঙ্গি হামলায় নিহত কলকাতার বৈষ্ণবঘাটা এলাকার বাসিন্দা বিতান অধিকারী, বেহালার শখের বাজারের সমীর গুহ এবং হায়দরাবাদে কর্মরত আদতে পুরুলিয়ার বাসিন্দা মনীশ রঞ্জন। এই তিনজনই পরিবার নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। এঁরা ছাড়াও জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন কয়েকজন বিদেশি-সহ মোট ২৬ জন পর্যটক। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালেও ভর্তি রয়েছেন কয়েকজন।
বিস্তারিত পড়ুন- Pahelgam terror attack: পাহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলা, নিহত বাংলার ৩ পর্যটক
-
Apr 23, 2025 09:49 IST
West Bengal News Live: ফের বাঘের হানা ঝাড়খালিতে
এবার বাঘের আতঙ্ক ঝড়খালিতে। মঙ্গলবার বিকেলে এলাকার মানুষ ঝড়খালি ৪ নম্বর গ্রাম লাগোয়া নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান। বন দফতরকে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে এসে বাঘের পায়ের ছাপ পরীক্ষা করেন। তাঁদের অনুমান গ্রাম লাগোয়া ম্যানগ্রোভ বনাঞ্চলের মধ্যেই ঢুকে রয়েছে দক্ষিনরায়। ফলে সেই এলাকাটিকে নাইলনের জাল দিয়ে ইতিমধ্যেই ঘিরে রেখেছেন বনকর্মীরা। তাঁদের অনুমান সুন্দরবনের হেরোভাঙা জঙ্গল থেকে বের হয়ে হেরোভাঙা নদী পার হয়ে এই গ্রামে ঢুকে পড়েছে বাঘটি। বাঘ যাতে জঙ্গলে ফিরে যায় সেই কারণে পটকা ফাটানো হচ্ছে। পাশাপাশি রাত পাহারার ব্যবস্থাও করা হয়েছে।