/indian-express-bangla/media/media_files/2025/04/08/fDkhuFWLKkMGFpQGHTpp.jpg)
SSC Recruitment Case: চাকরিহারাদের বিক্ষোভ।
SSC Verdict News: চাকরিহারাদের চূড়ান্ত বিক্ষোভের জেরে উত্তাল পশ্চিম মেদিনীপুরের জেলা স্কুল পরিদর্শকের দফতর চত্বর। জেলা স্কুল পরিদর্শকের দফতরে তালা ঝুলিয়ে নজিরবিহীন বিক্ষোভ চাকরিহারাদের। এলাকার উত্তেজনাকর পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম দশা পুলিশের।
গত বৃহস্পতিবারই বেনজির রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২০১৬ সালের SSC-এর পুরো প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। আগেই এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টও (Calcutta High Court)। সর্বোচ্চ আদালতও সেই একই নির্দেশ বহাল রেখেছে। একসঙ্গে চাকরি গিয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর।
গতকাল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠকে চাকরিহারাদের আশার বাণী শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যা তাঁর সরকার চাইবে বলে তিনি জানিয়েছেন। যোগ্য চাকরিপ্রাপকদের যাতে চাকরি হারাতে না হয় তার জন্য সর্বোতভাবে তাঁর সরকার সচেষ্ট হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
যদিও মুখ্যমন্ত্রীর সেই আশ্বাসের পরেও চাকরিহারাদের একটি বড় অংশ এখনও চূড়ান্ত উদ্বেগে রয়েছেন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলা স্কুল পরিদর্শক অফিস চত্বরে তুমুল বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারারা। স্কুল পরিদর্শকের দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ চাকরিহারাদের। তাঁদের চাকরি ফেরানো না পর্যন্ত আন্দোলন চলবে বলে তাঁরা জানিয়েছেন। তাঁদের সমস্যার আশু সমাধান না হলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা।