/indian-express-bangla/media/media_files/2025/04/04/n3vEu9RKgeGbEOZ23Q5C.jpg)
SSC Verdict News: এই স্কুলেরই ৩৬ শিক্ষকের চাকরি গেছে।
SSC Verdict News: কলকাতা হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টেও (Supreme Court) বহাল। গতকালই দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী। মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর হাইস্কুলের ৩৬ জন শিক্ষক-শিক্ষিকার একসঙ্গে চাকরি গেছে। একসঙ্গে ৩৬ শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় স্কুল চালানো নিয়েই ঘোরতর চিন্তায় পড়ে গিয়েছেন প্রধান শিক্ষক।
ফরাক্কার অর্জুনপুর হাই স্কুলের মোট শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৬৭ জন। তাঁদের মধ্যে প্যারাটিচার রয়েছেন ৭ জন। স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় সাড়ে ৯ হাজার। ফরাক্কার অর্জুনপুর উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী আজ স্কুলে আসেননি। বর্তমানে স্কুলে ৩১ জন শিক্ষক-শিক্ষিকা রইলেন। দুটি শিফটে স্কুল চলতো। পঞ্চম-ষষ্ঠ শ্রেণি চলত সকালে। পরবর্তী ক্লাসগুলি হত ডে শিফটে।
একসঙ্গে এত সংখ্যক শিক্ষক চলে যাওয়ায় রীতিমতো বিপাকে পড়েছে স্কুল কর্তৃপক্ষ। যদিও তারা এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন। একসঙ্গে ৩৬ জন 'মাস্টারমশাই-দিদিমণি' স্কুল ছেড়ে চলে যাওয়ায় রীতিমতো হতাশ ছাত্র-ছাত্রীরাও।
একসঙ্গে ৩৬ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় স্কুল চালানো নিয়েই ঘোরতর আশঙ্কার মধ্যে রয়েছেন প্রধান শিক্ষক। তিনি বলেন, "আমাদের ৩৬ জন শিক্ষক-শিক্ষিকা চলে গেছেন। আমরা এখন ৩১ জন শিক্ষক রয়েছি। মোট আমাদের ৬৭ জন শিক্ষক ছিলেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্কুল কমিটিকেও জানিয়েছি। সবার সঙ্গে আমি আলোচনায় বসব। এর সুরাহা না হলে কঠিন অবস্থা তৈরি হবে। পরের সপ্তাহ থেকে স্কুলে ইউনিট টেস্ট শুরু হবে। কী হবে কিছু বুঝতে পারছি না।"