/indian-express-bangla/media/media_files/2025/04/23/vp0v2KjoUw7f0z79R172.jpg)
WB SSC Scam: এসএসসি দুর্নীতি তদন্তে আরও এক ধাপ ইডির।
SSC Recruitment Scam-ED: SSC দুর্নীতিতে ফের প্রসন্ন কুমার রায়ের বিপরুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ED। প্রসন্ন কুমার রায় এবং তার সহযোগীদের কোম্পানি/এলএলপিদের নামে থাকা এরাজ্যের SSC-তে গ্রুপ C এবং D কর্মী নিয়োগ কেলেঙ্কারিতে ৫৬.৫০ কোটি টাকার স্থাবর সম্পত্তি, যেমন জমি, বাণিজ্যিক স্থান, ফ্ল্যাট এবং বাড়ি সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে।
কিছুদিন আগেই স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পুরো প্যানেলে বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য আলাদা করে বাছাই করা না যাওয়ায় প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারী চাকরি বাতিল করেছিল শীর্ষ আদালত। 'অযোগ্য' অর্থাৎ তালিকাভুক্ত নয় এমন গ্রুপ ‘সি’ এবং ‘ডি’ কর্মীদের অবৈধভাবে নিয়োগ এবং যোগ্য ও প্রকৃত প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগে CBI-এর দায়ের করা দুটি FIR-এর ভিত্তিতে ইডি তদন্ত শুরু করেছে। অভিযোগের মধ্যে রয়েছে ন্যায্যতা বজায় না রেখে নিয়োগ, বিভিন্ন ব্যক্তির অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রাসঙ্গিক নিয়ম লঙ্ঘন।
ইডি এর আগে রাজ্যে গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগ কেলেঙ্কারির এই মামলায় ১৬৩.৬৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং প্রসন্ন কুমার রায় (প্রার্থীদের কাছ থেকে অর্থ ও বিবরণ সংগ্রহের সাথে জড়িত প্রধান মধ্যস্থতাকারী) এবং চন্দন মণ্ডল (প্রসন্ন কুমার রায়ের প্রধান এজেন্ট) কে গ্রেফতার করেছে। উভয়ই বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে।
সহকারী শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির (এসএসসি সহকারী শিক্ষক নবম থেকে দ্বাদশ শ্রেণি) একটি সম্পর্কিত মামলায়, ইডি এর আগে ২৩৮.৭৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির আরও একটি মামলায় ইডি ইতিমধ্যেই ১৫১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এভাবে নিয়োগ কেলেঙ্কারির মামলায় ইডি কলকাতায় মোট ৬০৯.৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। তবে তদন্ত এখনও চলছে।