SSC EXAM: শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তর প্রদেশ-বিহার-রাজস্থানের চাকরি প্রার্থীরা, বিজেপিকে নিশানা কুণাল ঘোষের

SSC EXAM: দীর্ঘ ৯ বছর পর নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ৩,১৯ ৯১৯ পরীক্ষার্থী। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে চাকরিপ্রার্থীদের লম্বা লাইন।

SSC EXAM: দীর্ঘ ৯ বছর পর নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ৩,১৯ ৯১৯ পরীক্ষার্থী। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে চাকরিপ্রার্থীদের লম্বা লাইন।

author-image
IE Bangla Web Desk
New Update
Out State candidates

পরীক্ষা কেন্দ্রের বাইরে চাকরিপ্রার্থীদের লম্বা লাইন Photograph: (পার্থ পাল)

SSC EXAM: দীর্ঘ ৯ বছর পর নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় ৩,১৯ ৯১৯ পরীক্ষার্থী। সকাল থেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে চাকরিপ্রার্থীদের লম্বা লাইন। এমনকী ভিন রাজ্য থেকেও পরীক্ষার্থীরা রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন। কেউ এসেছেন বিহার, আবার কেউ উত্তর প্রদেশ থেকে। বেশিরভাগই হিন্দি ও ইংরাজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করার জন্য আজকের এই পরীক্ষায় বসেছেন। হিন্দি মিডিয়ামে আজকের পরীক্ষার শূন‍্যপদ ২২৫১।

Advertisment

আরও পড়ুন- নবম-দশমের পরীক্ষায় বসবেন ৩,১৯ ৯১৯ পরীক্ষার্থী, কোমর বেঁধে আসরে প্রশাসন

এনিয়ে বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "বাংলার SSCর পরীক্ষা দিতে আজ হাজির যোগীরাজ্যসহ ভিনরাজ্য, ডবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই। ঠিকমত পরীক্ষা হয় না। বারবার স্থগিত হয়েছে। ইত্যাদি। তাঁরা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কিছু বুঝলেন? প্রসঙ্গত, এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে। কেউ হয়রান করেনি। অপমান করেনি। বাধা দেয়নি।কিছু বুঝলেন? জয় বাংলা"।

Advertisment

আরও পড়ুন-উৎসবের মরসুমে যাত্রী স্বাচ্ছন্দ্যে বিরাট উদ্যোগ রেলের, বন্দে ভারত নিয়ে এবার যুগান্তকারী পদক্ষেপ

ভিন রাজ্যে বাঙালি হেনস্থা ইস্যুতে একাধিকবার সুর চড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এনিয়ে তিনি বিজেপিকে নিশানা করে ভাষা আন্দোলনও শুরু করেছেন। ২৬-এর ভোটের আগে 'বাঙালি অস্মিতা'য় শান দিয়ে ভোট বৈতরণী পারের চেষ্টায় মরিয়া তৃণমূলের। SIR ও বাঙালি বিদ্বেষ ইস্যুতে ইতিমধ্যে সুর চড়াতে শুরু করেছে শাসক দল। রবিবার SSC-র শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভিন রাজ্যের অবাঙালি পরীক্ষার্থীদের নিয়ে কুণাল ঘোষের এই পোস্টে সেই ইঙ্গিতই মিলেছে। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে চাকরির বেহাল দশার কথাও উঠে এসেছে পরীক্ষার্থীদের গলায়। 

SSC recruitment