WBSSC: নবম-দশমের পরীক্ষায় বসবেন ৩,১৯ ৯১৯ পরীক্ষার্থী, কোমর বেঁধে আসরে প্রশাসন

WBSSC: আজ, রবিবার অনুষ্ঠিত হচ্ছে এসএসসি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। বিপূল সংখ্যক পরীক্ষার্থীর চাপ সামাল দিতে কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছে কমিশন।

WBSSC: আজ, রবিবার অনুষ্ঠিত হচ্ছে এসএসসি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। বিপূল সংখ্যক পরীক্ষার্থীর চাপ সামাল দিতে কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছে কমিশন।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Assistant Teacher SLST exam 7 September 2025  ,WBSSC SLST exam date September 7 2025  ,WBSSC State Level Selection Test 7 September 2025 , WBSSC Assistant Teacher recruitment exam September 2025  ,WB SSC SLST 2025 exam schedule,পশ্চিমবঙ্গ সহকারী শিক্ষক পরীক্ষা ৭ সেপ্টেম্বর ২০২৫,  WBSSC SLST পরীক্ষার তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫,  স্টেট লেভেল সিলেকশন টেস্ট ৭ সেপ্টেম্বর ২০২৫ , মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৭ সেপ্টেম্বর,  WBSSC ৭ সেপ্টেম্বর SLST,Kolkata news,west bengal news today,bengali news today

নবম- দশমের পরীক্ষায় বসবেন ৩,১৯ ৯১৯ পরীক্ষার্থী, কোমর বেঁধে আসরে প্রশাসন

আজ, রবিবার অনুষ্ঠিত হচ্ছে এসএসসি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা। বিপূল সংখ্যক পরীক্ষার্থীর চাপ সামাল দিতে কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছে কমিশন। রাজ্যজুড়ে মোট ৩,১৯,৯১৯ জন পরীক্ষার্থী বসছেন আজকের পরীক্ষায়। এক্স হ্যান্ডেলে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

Advertisment

রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে সকাল থেকেই চলছে তৎপরতা। নিরাপত্তার দায়িত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের মেটাল ডিটেক্টরের মাধ্যমে চলবে তল্লাশি। যাতে কোনও অনিয়ম না ঘটে সে ব্যাপারে তৎপর প্রশাসন। এসএসসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন- দলীয় কার্যালয় লাগোয়া ঘরেই চলত ভয়ঙ্কর যৌন নির্যাতন, বিরাট অভিযোগে গ্রেফতার TMC-র তিন ডাকাবুকো নেতা-কর্মী

Advertisment

মুখ্য সচিব শনিবার সমস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। সেখানে পরীক্ষার দিন নিরাপত্তা নিশ্চিত করার এবং সুষ্ঠুভাবে পরীক্ষা  আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এদিকে, রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী জানিয়েছেন, পরীক্ষার্থীদের সুবিধার জন্য আজ অতিরিক্ত বাস ও পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। যাতে কেউ পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে সমস্যায় না পড়েন। পাশাপাশি এদিন সকাল ৯টা থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। গ্রিন লাইনে ১৫ মিনিট অন্তর মিলবে পরিষেবা। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আগেই নির্দেশ দিয়েছিলেন, পরীক্ষার দিনে কোনওভাবেই যাতে অনিয়ম না ঘটে। সেই অনুযায়ী রাজ্য প্রশাসন থেকে পুলিশ ও পরিবহণ দপ্তর পর্যন্ত সব বিভাগকেই কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-'দাগি' প্রার্থীদের নিয়েই রবিবারের পরীক্ষা! রয়েছেন খোদ মুখ্যমন্ত্রীর আত্মীয়, 'বোমা ফাটালেন' শুভেন্দু

রাজ্যজুড়ে ৬৩৬টি কেন্দ্র জুড়ে হচ্ছে এই পরীক্ষা। সকাল ১০টার মধ্যে সবাইকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর ১২টার পর পরীক্ষাকেন্দ্রে প্রবেশের কোনও অনুমতি দেওয়া হবে না বলে কমিশনের তরফে জানানো হয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুরে ভুয়ো প্রশ্নপত্র ফাঁসের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

SSC SSC recruitment