/indian-express-bangla/media/media_files/2025/09/11/swastha-sathi-2025-09-11-15-09-04.jpg)
Swasthya Sathi card: স্বাস্থ্য সাথী কার্ড।
SIR-এ এবার নাগরিকত্বের পরিচয়পত্র হিসেবে স্বাস্থ্য সাথী কার্ডকেও গণ্য করার দাবি জানাল রাজ্য। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে। স্বাস্থ্য সাথী, রেশন এবং আধার কার্ডকে যাতে নাগরিকত্বের প্রমাণ হিসেবে দাখিল করা যায় সে ব্যাপারে উপযুক্ত পদক্ষেপের জন্য নির্বাচন কমিশনকে আবেদন জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।
উল্লেখ্য, সম্প্রতি বিহারের একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায় নাগরিকত্বের নথির তালিকায় ১২ নম্বর প্রমাণপত্র হিসেবে আধারকেও সংযুক্ত করতে হবে। তবে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য, রাজ্য সরকার সমস্ত নাগরিকদের পরিচয় যাচাই করার পরেই তাদের স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা দিচ্ছে।
আরও পড়ুন- Trafficking racket:খাস কলকাতায় বিরাট নারী পাচার চক্রের হদিশ, ৯ নাবালিকা উদ্ধার, কারা গ্রেফতার জানেন?
সুতরাং স্বাস্থ্য সাথী কার্ডকে SIR-এ নাগরিকত্বের পরিচয় পত্র হিসেবে গণ্য করতে হবে। সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্য সরকারের এই চিঠির বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
ভোটার তালিকায় বিশেষ নিবিড সংশোধন বা এস আই আর নিয়ে এখনও সরগরম বিহার। কেন্দ্রের শাসকদল BJP-র মদতেই আসল ভোটারদের নাম বাদ দিতে চক্রান্ত হচ্ছে এই এস আই আর-এর মাধ্যমে, উঠেছে এমনই অভিযোগ।
এস আই আর নিয়ে রাজ্যে-রাজ্যে বিজেপি বিরোধী দলগুলি প্রতিবাদে সোচ্চার হয়েছে।। এস আই আর বাতিলের দাবিতে দিল্লিতে কংগ্রেস, তৃণমূল থেকে শুরু করে বিজেপি বিরোধী সব দল একজোট হয়ে তুমুল প্রতিবাদ- বিক্ষোভ দেখিয়েছে।